• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

দুস্থদের সহায়তায় ডাবল সেঞ্চুরি করা ব্যাট নিলামে তুলছেন মুশফিক

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২০ এপ্রিল ২০২০  

তারকা ক্রিকেটার মুশফিকুর রহিমকে বাংলাদেশের টেস্ট ইতিহাসের সেরা ব্যাটসম্যান হিসেবে গণ্য করা হয়ে থাকে। বাংলাদেশের টেস্ট ক্রিকেটের ইতিহাসে অনেক কিছুর সাক্ষী হয়ে আছেন তিনি। 

মুশফিকের ব্যাট থেকেই ২০১৩ সালে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ক্রিকেটে দেশের প্রথম ডাবল সেঞ্চুরি এসেছিল। এরপর মুশফিকুর রহিম আরও দুটি ডাবল সেঞ্চুরি করেছেন। কিন্তু প্রথম দ্বিশতক হাকানো ব্যাটটি বরাবরই মুশফিকের প্রিয়। এবার দেশের করোনা পরিস্থিতিতে সহায়-দুস্থদের সহায়তায় নিজের প্রিয় ও ঐতিহাসিক সেই ব্যাটটি নিলামে তুলতে যাচ্ছেন তিনি। নিলাম থেকে পাওয়া অর্থ অসহায়-দুস্থদের সহায়তায় ব্যয় করবেন বলে জানিয়েছেন মুশফিকুর রহিম। রবিবার (এপ্রিল ১৯) গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন মুশফিক।

মুশফিকুর রহিম বলেন, আমার খুবই পছন্দের একটি ব্যাট এটি। কিন্তু জীবনের চেয়ে তো আর বড় কিছু হতে পারে না। তাই এটিই নিলামে তুলতে যাচ্ছি। 
এদিকে, সাকিব আল হাসান ফাউন্ডেশন এবং মাশরাফির নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনও করোনাভাইরাস দুর্যোগে অসহায়-দুস্থদের সহায়তায় কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় এবার এগিয়ে আসছেন মুশফিকুর রহিম। এর আগে মুশফিক জাতীয় দলের অন্য ক্রিকেটারদের সঙ্গে নিজের বেতনের অর্ধেক অনুদান তহবিলে জমা দিয়েছিলেন। 

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ