• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

দোল পূর্ণিমায় ঘোড়ার মেলা

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২৬ মার্চ ২০১৯  

দোল পূর্ণিমা উপলক্ষে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় বসে গোপীনাথের মেলা। ঐতিহ্যবাহী এই মেলা চলে প্রায় মাস খানিক। মেলার প্রথম সাত দিন এখানে গরু, মহিষ ও ঘোড়া বিক্রি করা হয়। মেলার আয়োজকদের মতে, এই সাত দিনে প্রায় ১৮ জেলার লোক এখানে গিয়ে গরু, মহিষ ও ঘোড়া কিনে থাকেন।

গোপীনাথপুরের মেলায় বিক্রির জন্য আনা ঘোড়া। গোপীনাথপুর মেলা, আক্কেলপুর, জয়পুরহাট, ২৫ মার্চ।গোপীনাথপুরের মেলায় বিক্রির জন্য আনা ঘোড়া। গোপীনাথপুর মেলা, আক্কেলপুর, জয়পুরহাট, ২৫ মার্চ।বিক্রির জন্য বেঁধে রাখা জোড়া ঘোড়া।বিক্রির জন্য বেঁধে রাখা জোড়া ঘোড়া।মায়ের দুধ পান করছে বাচ্চা ঘোড়া।মায়ের দুধ পান করছে বাচ্চা ঘোড়া।মেলা ভেঙে গেছে। তাই সবকিছু গুছিয়ে বাড়ির ফেরার প্রস্তুতি নিচ্ছেন আগত ব্যক্তিরা।মেলা ভেঙে গেছে। তাই সবকিছু গুছিয়ে বাড়ির ফেরার প্রস্তুতি নিচ্ছেন আগত ব্যক্তিরা।তখন ভর দুপুর। এক ফাঁকে খাবার খেয়ে নিচ্ছেন এক ঘোড়াওয়ালা।তখন ভর দুপুর। এক ফাঁকে খাবার খেয়ে নিচ্ছেন এক ঘোড়াওয়ালা।বিক্রির জন্য আনা দুটি ঘোড়া। দাম হাঁকা হচ্ছে দুই লাখ টাকা।বিক্রির জন্য আনা দুটি ঘোড়া। দাম হাঁকা হচ্ছে দুই লাখ টাকা।বিক্রির জন্য আনা ঘোড়া অলস সময় পার করছে।বিক্রির জন্য আনা ঘোড়া অলস সময় পার করছে।বিক্রি হয়ে যাওয়া ঘোড়া দূর-দূরান্তে নিয়ে যাওয়ার জন্য ভটভটিতে তোলা হচ্ছে।বিক্রি হয়ে যাওয়া ঘোড়া দূর-দূরান্তে নিয়ে যাওয়ার জন্য ভটভটিতে তোলা হচ্ছে।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ