• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

দ্বিতীয় টেস্টের ওপরই সিরিজের ভবিষ্যৎ: বার্নস

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২০  

অ্যাডিলেডে দিনরাতের টেস্টের দ্বিতীয় ইনিংসে হাফ সেঞ্চুরির পর দ্বিতীয় টেস্টের জন্য প্রস্তুত অজি ওপেনার জো বার্নস। প্রথম টেস্টে জয়সূচক স্ট্রোক এসেছিলো তার ব্যাটেই। ফাইন লেগে ছয় মেরে অস্ট্রেলিয়াকে ১-০ এগিয়ে দেন তিনি। এবার এই ছন্দেই ২৬ ডিসেম্বর থেকে মেলবোর্নে বক্সিং ডে টেস্টে নামার ব্যাপারে তিনি আত্মবিশ্বাসী।

বার্নস বলেন, আমরা যে কিছু ক্ষত তৈরি করতে পেরেছি, তা জানি। এখন আমাদের ভালোভাবে প্রস্তুতি নিতে হবে। এই মোমেন্টাম বজায় রাখতে হবে। শামি আর বিরাট না থাকা ভারতের কাছে বড় ক্ষতি। এই ধরনের বিশ্বমানের ক্রিকেটারদের বিকল্প মেলা মুশকিল। তবে ভারতীয় দলে যথেষ্ট গভীরতা রয়েছে। তাই টেস্ট সিরিজ রীতিমতো চ্যালেঞ্জের হতে চলেছে। সিরিজের ফলাফল কী হতে চলেছে, তা অনেকটা নির্ভর করছে দ্বিতীয় টেস্টের উপর।

৩১ বছর বয়সি বার্নস প্রশংসায় ভরিয়ে দিয়েছেন অজি বোলিং আক্রমণকে। বলেন, আমরাই বিশ্বের সেরা দল। যেকোনো জায়গায় যেকোনো বিপক্ষের বিরুদ্ধে খেলার ব্যাপারে আমরা আত্মবিশ্বাসী। আমাদের বোলাররা অবিশ্বাস্য বোলিং করছে। আর এটা ওরা দীর্ঘদিন ধরেই করে চলছে। আমরা জানি একের পর এক ম্যাচে ওরা বিপক্ষকে চাপে ফেলছে।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ