• মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ৫ ১৪৩০

  • || ০৮ রমজান ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

ধামইরহাট সীমান্তে বিজিবির খাদ্যসামগ্রী বিতরণ

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২০  

নওগাঁর ধামইরহাট সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর উদ্যোগে ১০০ কর্মহীন অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। ১৪ বিজিবি পত্নীতলা ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল এসএম নাদিম আরেফিন সুমন এ তথ্য জানান।

বিদ্যানন্দ ফাউন্ডেশন রাজশাহীর শাখার সহযোগিতায় এবং ১৪ বিজিরি ব্যবস্থাপনায় প্রত্যেক পরিবারের মাঝে ৬ কেজি চাল, ২ কেজি ডাল, আধা লিটার তেল, ২ কেজি, আটা, সুজি ১ প্যাকেট, বিস্কুট ১ প্যাকেট এবং আধা কেজি লবণ বিতরণ করা হয়। সামাজিক দূরত্ব বজায় রেখে এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার কর্ণেল তুহিন মোহাম্মদ মাসুদ, বিপিএম, জি এবং ১৪ বিজিবি পত্নীতলা ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল এসএম নাদিম আরেফিন সুমন,পিএসসি,জি।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ