• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

ধোনি সর্বকালের সেরা ফিনিশার : মাইক হাসি

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২০  

গত বছরের জুলাই মাসে বিশ্বকাপ সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচের পরে আর ভারতীয় ক্রিকেট দলের হয়ে খেলতে নামেননি তিনি। যা দেখে সেই মহেন্দ্র সিংহ ধোনির জাতীয় দলে ফেরা কঠিন বলে মন্তব্য করেছিলেন গৌতম গম্ভীর। সেই মন্তব্যের পরে ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই ধোনির শ্রেষ্ঠত্ব নিয়ে প্রশ্ন তুললেন আইপিএলে তাঁর দল চেন্নাই সুপার কিংসের প্রাক্তন তারকা মাইক হাসি। বলে দিলেন, ‍'ধোনি ক্রিকেট ইতিহাসে সর্বকালের সেরা ফিনিশার। বিপক্ষের অধিনায়ককে ও দ্রুত চাপে ফেলে দিতে পারে।'

একটি জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইটের ভিডিও সাক্ষাৎকারে হাসি বলেছেন, 'ধোনি হলো অবিশ্বাস্য শক্তি ও আত্মবিশ্বাসে ভরপুর একজন ক্রিকেটার। এই গুণের জন্যই ও সর্বকালের সেরা ফিনিশার।' 

তিনি আরো বলেন, 'ধোনির মানসিক দৃঢ়তা অসাধারণ।  ও জানে, কখন সীমানার বাইরে বল পাঠাতে হবে। সময় এলে সেটা ও করবেই। একেই বলে আত্মবিশ্বাস। যা আমারও নেই।'

হাসি জানান, সিএসকে'তে খেলার সময়ে রান তাড়া করতে গিয়ে ধোনির কাছ থেকে বেশ কিছু মূল্যবান পরামর্শ পেয়েছেন। তাঁর কথায়, ‍'রান তাড়া করতে গিয়ে আমি চেষ্টা করতাম প্রতি ওভারে লক্ষ্য যেন ১২-১৩ রানে গিয়ে না ঠেকে। এটা আমি ধোনির কাছ থেকেই শিখেছি। ও এক অবিশ্বাস্য ক্রিকেটার। যে বিশ্বাস করে, মানসিক চাপ তাকে সবচেয়ে কম গ্রাস করবে, সেই ম্যাচটা জিতবে। যে কারণে মাথা ঠাণ্ডা রেখে ও ক্রিজে থাকে। এতে বোলারের ওপরে চাপটা আরো বাড়ে।' 

তিনি আরো বলেন, 'প্রথম সারির দু-তিনজন আউট হয়ে যাওয়ার পরে বোলাররা যখন দেখে ধোনি টিকে রয়েছে, তাতে ওদেরই চাপ বাড়ে। তখনই নো, ওয়াইড বা লুজ বল আসা শুরু হয়। ফলে রান বাড়িয়ে নেওয়ার সুযোগ আসে। আর এটাই ধোনির রণনীতি। তা হলো যত বেশি সময় তুমি মাথা ঠাণ্ডা রেখে লড়বে, তত বেশি সময় তুমি প্রতিপক্ষের মাথায় চড়ে থাকতে পারবে।'

এ ছাড়াও হার প্রসঙ্গে হাসি বলছেন, 'ধোনি খুব দ্রুত হারের ধাক্কা ভুলে যেতে পারে। ম্যাচ হারলে একটু হতাশা আসে। কিন্তু তার পরেই পরবর্তী ম্যাচ নিয়ে পরিকল্পনা শুরু করে দেয় ও। যা আরো একটা গুণ।'     

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ