• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

নতুন ফিচার এলো হোয়াসটঅ্যাপ বিজনেসে

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১১ জুলাই ২০২০  

করোনাকালে বিশ্বের অনেক দেশেই কমেছে ব্যবসা–বাণিজ্য। তবে অনলাইনে বেচা-কেনা অনেকটাই বেড়েছে। এই সুযোগ কাজে লাগিয়েছে হোয়াটসঅ্যাপ। তাদের হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাপের ব্যবহার মাসে ৫ কোটি ছাড়িয়েছে।

মূলত করোনাভাইরাসের জেরে অনেক ব্যবসায়ী অনলাইনে আসতে বাধ্য হয়েছেন। তাই কদরও বেড়েছে হোয়াটসঅ্যাপ বিজনেসের। ব্যবহারকারীদের যোগাযোগ আরো নিরাপদ করতে বৃহস্পতিবার হোয়াটসঅ্যাপ বিজনেস নতুন একটি ফিচার এনেছে। যা ব্যবহারকারীকে ক্রেতার সঙ্গে ম্যাসেজে যোগাযোগ করতে কিউআর কোড ব্যবহারের সুযোগ দেবে।

এক ব্লগ পোস্টে হোয়াটসঅ্যাপ জানিয়েছে, কিউআর কোড স্ক্যান করে ব্যবসার জন্য কথোপকথন শুরু করা যেতে পারে। এছাড়াও ব্যবসায়ীরা কথোপকথনটি চালিয়ে যাওয়ার জন্য তাদের ক্যাটালগের মতো তথ্য দ্রুত পাঠাতে পারবে।

এর ব্যবহার সহজ করতে এখন থেকে ফেসবুক, ইনস্টাগ্রামে যাতে লিংক শেয়ার করা যায় সেই ব্যবস্থাও নিচ্ছে বলে জানিয়েছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ