• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

নতুন বই পেয়ে ওরা খুশি

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১ জানুয়ারি ২০২০  

প্রতিবন্ধী শিশুরা এখন পরিবার ও সমাজের বোঝা নয়। সরকার এদেরকে শিক্ষা গ্রহণের সুযোগ করে দিয়েছে। দিয়েছে শিক্ষা গ্রহণ শেষে কর্মসংস্থানের সুযোগ। এমনটাই বলছিলেন গোপালগঞ্জের কোটালীপাড়ার উপজেলা সহকারী শিক্ষা অফিসার শংকর কুমার বিশ্বাস।

বুধবার কোটালীপাড়া উপজেলার কান্দি গ্রামে অবস্থিত শেখ ফজলুর রহমান মারুফ প্রতিবন্ধী বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। শংকর কুমার বিশ্বাস বিদ্যালয়টির ১৬২ জন শিক্ষার্থীর হাতে বই তুলে দেন। নতুন বই পেয়ে এসব শিক্ষার্থীরা খুশি হয়েছেন। খুশি হয়েছেন এদের অভিভাবকরা।

বিদ্যালয়টির সভাপতি মন্মথ রঞ্জন বাড়ৈ মন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত বই বিতরণ অনুষ্ঠানে বিদ্যালয়টির প্রধান শিক্ষক উৎপল কুমার বালা, সমাজসেবক রতন অধিকারী, বিশ্বনাথ রায়, ইউপি সদস্য সিদ্ধার্থ বাড়ৈ বক্তব্য রাখেন।

বই নিতে আসা অভিভাবক বিলকিস বেগম বলেন, আমার সন্তানকে নিয়ে এতদিন খুব চিন্তায় ছিলাম। কীভাবে আমার সন্তানকে লেখাপড়া শেখাবো। এখানে বিদ্যালয়টি হওয়ায় আমরা চিন্তামুক্ত হয়েছি। আমার সন্তানকে এই বিদ্যালয়ে ভর্তি করিয়েছি। আজ আমার সন্তান নতুন বই পেল। নতুন বই পেয়ে আমার সন্তান ও আমি খুবই খুশি হয়েছি।

বিদ্যালয়টির প্রধান শিক্ষক উৎপল কুমার বালা বলেন, বছরের প্রথম দিন আমরা এই শিশুদের হাতে বই তুলে দিতে পেরে ছাত্র-ছাত্রীদের সঙ্গে আমরাও আনন্দিত। তবে আমাদের এই বিদ্যালয়টি এখনো এমপিওভুক্ত হয়নি। আমরা কোনো সরকারি সুযোগ সুবিধা পাচ্ছি না। বিদ্যালয়টি এমপিও ভুক্ত করার দাবি জানান তিনি।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ