• মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৩ ১৪৩১

  • || ০৬ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

নারী থেকে পুরুষে রুপান্তরিত হওয়ার খবরে এলাকায় চাঞ্চল্য

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১৩ মার্চ ২০২০  

মাদারীপুরের শিবচরে সেরেলা আক্তার হেনা ১৫ বছর পর ফিরে আসলো সেলিম রেজা হয়ে। নারী থেকে পুরুষে রূপান্তরিত হয়ে ফিরে আসায় এলাকায় চাঞ্চল্যকর পরিবেশের সৃষ্টি হয়েছে।  একনজর দেখার জন্য এলাকার মানুষ ভিড় করছে সেলিম রেজার বাড়িতে। যদিও পুরুষে রুপান্তরিত হওয়া সেলিম রেজার দাবি হরমোনজনিত কারণেই তার এই পরিবর্তন হয়েছে। সেলিম রেজা(৩০) শিবচর উপজেলার নিলখী ইউনিয়নের চরকামার কান্দি গ্রামের সেকান্দার খানের ছেলে।

স্থানীরা সূত্রে জানা যায়, ১৫ বছর পূর্বে সেরেলা আক্তার হেনা ওরফে সেলিম রেজা পড়াশুনা করার জন্য ঢাকায় চলে যায়। তখন তিনি সম্পূর্ণ নারীর মতোই ছিল। নারীদের মত লম্বা চুল, নারীদের মতো আচার-আচরণ, উঠাবসা নারীদের মতোই ছিল। তবে গেল বেশ কয়েক বছর যাবৎ হরমোনজনিত কারণে তার আচরণ পুরুষের মতো হতে শুরু করে। ধীরে ধীরে সে পুরুষের মত আচরণ করতে শুরু করে। একপর্যায়ে সম্পূর্ণ পুরুষের মতোই তার দৈনন্দিন চলাফেরা শুরু হয়। এলাকাবাসী জানান, তিনি বিয়েও করেছেন। স্ত্রীকে নিয়েই গ্রামের বাড়ি শিবচর উপজেলার নিলখীতে আসেন গত সপ্তাহে। এ খবর শুনে এলাকার মানুষ উৎসুক হয়ে সেলিম রেজাকে দেখতে তার বাড়িতে ভিড় করেন।

সেরেলা আক্তার হেনা ওরফে সেলিম রেজা জানান, আমি মেয়ে মানুষ ছিলাম। আমার আচার-আচরণ, কথা বার্তা সম্পূর্ণ মেয়ে মানুষের মতোই ছিল। তবে আমার হরমোনজনিত একটা রোগ ছিল। যেটা আমি ছোট বেলা থেকেই টের পেয়েছি। মেয়েদের মতো দেখা গেলেও মেয়ে মানুষের মতো অনুভূতি হতো না। আস্তে আস্তে এই রোগটা আমার বড় হতে থাকে। একপর্যায়ে আমার শারীরিক গঠন ও আচরণ সম্পূর্ণই পুরুষের মতো হয়ে পড়ে। 

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ