• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

নারীরা কোরবানির পশু জবেহ করতে পারবে কি?

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২৮ জুলাই ২০২০  

প্রশ্ন: নারীরা কোরবানির পশু কিংবা বাড়ির দৈনন্দিন আহারের জন্য হাঁস-মুরগি জবেহ করতে পারবে কি?

উত্তর: মুসলিম নারী মহান আল্লাহর নামে সঠিকভাবে কোরবানির পশু বা অন্য পশু-পাখি জবেহ করলে তা বৈধ ও হালাল হবে। কারণ জবেহকারী পুরুষ হতে হবে ইসলামে এমন কোনো শর্ত নেই । 

রাসূলুল্লাহ (সা.) নারী রাখালের জবেহ করা ছাগলের গোশত খাওয়ার সম্মতি দিয়েছেন। (সহিহ বুখারি-হা: ২৩০৪, সুনান আবু দাউদ-হা: ২৮২৩, সুনান আন নাসায়ী: হা: ৪৪৪০)।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ