• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

নিখোঁজের ৪ দিন পর ব্যবসায়ীর মরদেহ মিলল বুড়িগঙ্গায়

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি ২০২০  

নিখোঁজের ৪ দিন পর রাজধানীর হাজারীবাগের ঝাউচর গুদারাঘাট সংলগ্ন বুড়িগঙ্গা নদী থেকে শেখ মো. বাদল মিয়া (৫৫) নামের এক চাল ব্যবসায়ীর ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১০টায় খবর পেয়ে হাজারীবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুর রহমান মরদেহ উদ্ধার করেন।

নিহত বাদল মিয়া মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানার কনকসা গ্রামের মৃত শেখ আইয়ুব আলীর ছেলে। রাজধানীর রায়েরবাজার হাজারীবাগে একটি বাসায় পরিবার নিয়ে থাকতেন তিনি। রায়েরবাজারে সোনালী ট্রেডার্স নামে তার একটি ব্যবসায়ী প্রতিষ্ঠান আছে।

এসআই আব্দুর রহমান জানান, হাজারীবাগের ঝাউচর গুদারাঘাট সংলগ্ন বুড়িগঙ্গা নদী থেকে ভাসমান অবস্থায় বাদল মিয়ার মরদেহ উদ্ধার করা হয়। এ সময় তার হাত-পা বাঁধা ছিল। ময়নাতদন্তের জন্য তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

নিহতের ভাতিজা শেখ বিল্লাল হোসেন জানান, গত ২১ ফেব্রুয়ারি সন্ধ্যায় বাসা থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি বাদল মিয়া। পর দিন হাজারীবাগ থানায় একটা সাধারণ ডায়েরি করা হয় (ডায়রি নং ১২৭৫)। মঙ্গলবার সকালে পুলিশের মাধ্যমে খবর পেয়ে হাজারীবাগ ঝাউচর গুদারাঘাট সংলগ্ন বুড়িগঙ্গা নদী থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। বাদল মিয়াকে কেউ তুলে নিয়ে হত্যা করে ফেলে রেখে যেতে পারে বলে জানান বিল্লাল হোসেন।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ