• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

নিবন্ধনের অনুমতি পাচ্ছে আরো ৫১ নিউজ পোর্টাল

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২০  

দেশে আরো ৫১টি অনলাইন নিউজ পোর্টালকে নিবন্ধনের জন্য নির্বাচন করা হয়েছে। এসব পোর্টালের তালিকা আগামী দু-একদিনের মধ্যে প্রকাশ করবে তথ্য মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, গোয়েন্দা সংস্থার প্রতিবেদনের ভিত্তিতে পোর্টালগুলোকে নির্বাচন করা হয়েছে। শিগগিরই ধারাবাহিকভাবে আরো কিছু অনলাইন নিউজ পোর্টালের তালিকা প্রকাশ করা হবে। ধাপে ধাপে নিবন্ধনযোগ্য পোর্টালগুলো নিবন্ধন পাবে। নির্বাচিত এই পোর্টালগুলোর তালিকা আগামী রোববার বা সোমবার প্রকাশ করা হতে পারে।

যেসব অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধন পাচ্ছে- বিডি নিউজ টোয়েন্টিফোর ডটকম, বাংলা নিউজ টোয়েন্টিফোর ডটকম, বার্তা টোয়েন্টিফোর ডটকম, সারাবাংলা ডটনেট, নিউজবাংলা টোয়েন্টিফোর ডটকম, নিউজ নেক্সট বিডি ডটকম, বিডি জার্নাল ডটকম, ঢাকা জার্নাল ডটকম, বাংলা ইনসাইডার ডটকম, একুশে পত্রিকা ডটকম, রেড টাইমস ডটকম ডট বিডি, এবি নিউজ টোয়েন্টিফোর ডটকম, ডেইলি-বাংলাদেশ ডটকম, বাংলার খবর টোয়েন্টিফোর ডটকম, ভাওয়াল নিউজ টোয়েন্টিফোর ডটকম, নিউজ ফ্ল্যাস টোয়েন্টিফোর বিডি ডটকম, ভিনিউজ বিডি ডটকম, লাল সবুজের কণ্ঠ ডটকম, ঢাকা নিউজ টোয়েন্টিফোর ডটকম, এনার্জি বাংলা ডটকম, হাওয়ার বার্তা টোয়েন্টিফোর ডটকম, মুক্তি নিউজ টোয়েন্টিফোর ডটকম, সুখবর ডটকম, মাগুরা প্রতিদিন ডটকম, বিডি সমাচার টোয়েন্টিফোর ডটকম ও আমার হেলথ ডটকম।

এছাড়া এশিয়ান মেইল টোয়েন্টিফোর ডটকম, আই নিউজ ডটকম, জয় নিউজ বিডি ডটকম, নিউজজি টোয়েন্টিফোর ডটকম, একুশে সংবাদ বিডি ডটকম, ডেইলি ক্যাম্পাস ডটকম, এমপি নিউজ ডটকম ডটবিডি, সবুজ বাংলাদেশ ডটকম, ডেইলি লোকালয় ডটকম, ই-বার্তা টোয়েন্টিফোর সেভেন ডটকম, ডিজিটাল খবর ডটকম, সিএনআই বিডি ডটনেট, নিউজ টু নারায়ণগঞ্জ ডটকম, নিউজ টোয়েন্টিফোর বিডি ডটনেট, পিপিবিডি ডটনিউজ, বাংলাদেশ বুলেটিন ডটকম, পাঙ্কুরি নিউজ ডটকম, সময়ের কণ্ঠস্বর ডটকম, শুভ প্রতিদিন ডটকম, চট্টগ্রাম প্রতিদিন ডটকম, আনন্দপত্র ডট ইনফো, বাংলাদেশ গ্লোবাল ডটকম, বাংলা ৫২ নিউজ ডটকম, নিউজ গার্ডেন বিডি ডটকম ও নিউটার্ন টোয়েন্টিফোর ডটকম নিবন্ধনের অনুমতি পাচ্ছে।

এর আগে গত ৩০ জুলাই ৩৪টি অনলাইন পোর্টাল এবং ৯২টি দৈনিক পত্রিকাকে প্রাথমিকভাবে নিবন্ধনের অনুমতি দেয়া হয়।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ