• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

নির্মল সেনকে স্মরণ করছে কোটালীপাড়ার মানুষ

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ৮ জানুয়ারি ২০২০  

৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিশিষ্ট সাংবাদিক, কলামিস্ট, রাজনীতিক নির্মল সেনকে স্মরণ করছে গোপালগঞ্জের কোটালীপাড়ার মানুষ। তিনি ২০১৩ সালের ৮ জানুয়ারি ৮৩ বছর বয়সে ঢাকার ল্যাব এইড হাসপাতালে মারা যান। আজ কোটালীপাড়া উপজেলার নির্মল সেন স্মৃতি সংসদ ও নির্মল সেন স্কুল অ্যান্ড মহিলা কলেজ পৃথকভাবে স্মরণসভার আয়োজন করেছে। সংবাদপত্র ও সাংবাদিকতা জগতের এই উজ্জল নক্ষত্র মুক্তিযুদ্ধেরও একজন সংগঠক। ১৯৩০ সালের ৩ আগস্ট কোটালীপাড়ার দিঘীরপাড় গ্রামে তার জন্ম। তার বাবার নাম সুরেন্দ্রনাথ সেন গুপ্ত ও মাতার নাম লাবন্য প্রভা সেন গুপ্ত।

নির্মল সেনের রাজনৈতিক জীবন শুরু হয় ‘ভারত ছাড়ো’আন্দোলনের মাধ্যমে স্কুল জীবন থেকে। দীর্ঘদিন তিনি শ্রমিক কৃষক সমাজবাদী দলের সাধারণ সম্পাদক ছিলেন। রাজনীতি করতে গিয়ে নির্মল সেনকে জীবনের অনেকটা সময় জেলে কাটাতে হয়েছে।

নির্মল সেন দৈনিক ইত্তেফাক পত্রিকায় সাংবাদিকতার মধ্যে দিয়ে সাংবাদিকতার জীবন শুরু করেন ১৯৫৯ সালে। তার পর দৈনিক আজাদ, দৈনিক পাকিস্তান, দৈনিক বাংলা পত্রিকায় সাংবাদিকতা করেন। তিনি বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। তার লেখা বইয়ের মধ্যে ‘পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশ’, ‘মানুষ সমাজ রাষ্ট্র’, ‘বার্লিন থেকে মস্কো’, ‘মা জন্মভূমি’, ‘স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই’ ও ‘আমার জবানবন্ধী’ উল্লেখযোগ্য। মৃত্যুর আগে ২০০৩ সালে তার ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন। এরপর তিনি আরো ১০ বছর বেঁচেছিলেন।

নির্মল সেনের ভাতিজা সাংবাদিক রতন সেন কংকন জানান, নির্মল সেনের মৃত্যুবার্ষিকীতে আজ নির্মল সেনকে স্মরণ করছেন তার জন্মস্থান কোটালীপাড়ার মানুষ।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ