• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

নিলামে উঠছে মোনেম মুন্নার জার্সি

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২০  

করোনাভাইরাসে অসহায়দের পাশে দাঁড়াচ্ছেন অনেকেই। ব্যক্তিগত উদ্যোগে কিংবা একত্রে সাহায্য করছেন কষ্টে থাকা মানুষদের। তহবিল গঠনে ভিন্ন পথেও হাঁটছেন অনেকে। যার মধ্যে সাকিব আল হাসান তার ব্যাট বিক্রি করেছেন নিলামে। তেমনই উদ্যোগ নিয়েছে প্রয়াত মোনেম মুন্নার পরিবার। বাংলাদেশের ফুটবলে প্রথম ট্রফি জয়ের নায়কের জার্সি উঠছে নিলামে।

১৯৯৫ সালে মিয়ানমারে চার জাতি ফুটবলে বাংলাদেশ প্রথম ট্রফি জিতেছিল। সেই ট্রফি জয়ী দলের অধিনায়ক ছিলেন মুন্না। দীর্ঘ ২৫ বছর পর আবারও সেই জয়ের স্মৃতি সামনে তুলে এনেছেন তার স্ত্রী সুরভি মোনেম। ওই প্রতিযোগিতায় মুন্নার খেলা জার্সিটিই নিলামে উঠছে।

করোনাভাইরাসে অসহায়দের পাশে দাঁড়াতে মুন্নার ‘২ নম্বর’ জার্সিটি নিলামে তোলার সিদ্ধান্ত নিয়েছেন সুরভি। কারণ হিসেবে তিনি বলেছেন, ‘আজ মুন্না বেঁচে থাকলে হয়তো অসহায়দের জন্য অনেক কিছু করতো। এখন সে নেই। তারপরও আমি সিদ্ধান্ত নিয়েছি তার চার জাতি ট্রফি জয়ের জার্সিটি নিলামে তুলবো। এতে করে যদি কিছু লোকের উপকার হয়।’

নিলামে জার্সিটি তোলার জন্য সবার সহযোগিতা চাইছেন সুরভি, ‘আসলে এই নিলামের ওঠানোর প্রক্রিয়াটা আমি সেভাবে জানি না। কেউ যদি এগিয়ে আসে, তাহলে ভালো হয়। আমাদের কাছে ২৫ বছর ধরে স্মৃতিবিজরিত সেই জার্সিটি আছে। এখন সেটা সবার জন্য উন্মুক্ত করতে চাই। যদি বিক্রি হয়, তাহলে অসহায়দের জন্য কিছু করা যাবে। এছাড়া তো আমি কিছু করতে পারব না।’

বুধবার রাতে নিলামে বিক্রি হয়েছে ২০১৯ বিশ্বকাপে খেলা সাকিবের ব্যাট। ৫ লাখ টাকা ভিত্তিমূল্যের ইতিহাস গড়া ব্যাটটি বিক্রি হয়েছে ২০ লাখ টাকায়। যে অর্থ ব্যয় হবে করোনাভাইরাসে ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ