• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

নেত্রকোনায় বোনের ছেলের আঘাতে খালার মৃত্যু, ভাগ্নে আটক

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২০  

নেত্রকোনার দুর্গাপুরে পারিবারিক কলহের জেরে ভাগ্নের হাতে থাকা মোগরের (গ্রামীণ মসলা ভাঙ্গার লাঠি) আঘাতে ৭০ বছরের বৃদ্ধা খালা নিলবানু নিহত হয়েছেন। এ ঘটনায় স্থানীয়রা ভাগ্নে জামালকে (৩০) আটক করে পুলিশে দেয়।

গত রবিবার সন্ধ্যায় দুর্গাপুর উপজেলার বাকলজোরা ইউনিয়নের ছোটকাঠুরিয়া গ্রামে এ ঘটনা ঘটেছে। নিহত বৃদ্ধা মৃত আফতাব উদ্দিন রুহীর স্ত্রী। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, জামাল নীলবানুর বোনের ছেলে। সেই সুবাদে খালাতো বোন (বৃদ্ধার মেয়ে) রুবির সাথে তুচ্ছ ঘটনা নিয়ে ঝগড়া বাদে জামালের। এসময় রুবির মা নীলবানু এগিয়ে আসলে ঝগড়ার এক পর্যায়ে পাশে থাকা মোগর দিয়ে খালার মাথায় আঘাত করে জামাল। এতে ঘটনাস্থলেই বৃদ্ধার মৃত্যু হয়।  

এছাড়াও জামাল তার কাছে থাকা রুবি (৩২) ও রুবির মেয়ে ইশিতা (৮) তাদের উপরও চড়াও হলে প্রতিবেশীরা এগিয়ে এসে তাদের উদ্ধার করে। এসময় রুবি ও তার মেয়েও আহত হন। পরে জামালকে আটক করে প্রতিবেশীরা পুলিশের হাতে তুলে দেন। 

আহত রুবি ও তার মেয়েকে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়। এ ব্যাপারে দুর্গাপুর থানার ওসি মো. মিজানুর রহমান সত্যতা নিশ্চিত করে বলেন তারা ঘটনাস্থলে রয়েছেন।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ