• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

নড়াইলে মাঠে যুব রেড ক্রিসেন্টের ৩০ স্বেচ্ছাসেবক

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১১ এপ্রিল ২০২০  

নড়াইলে করোনাভাইরাস মোকাবেলায় মাঠে তৎপর রয়েছেন যুব রেড ক্রিসেন্টের ৩০ স্বেচ্ছাসেবক।

তারা নড়াইল সদর হাসপাতাল, জেলা কারাগার, আদালত চত্বর, ডাকঘর, ব্যাংক, সরকারি-বেসরকারি অফিস চত্বর, বিভিন্ন সড়ক, পৌর এলাকার পাড়া-মহল্লা, হাট-বাজার, বিভিন্ন দোকান, মসজিদসহ অন্য উপসানালয়ে জীবাণুনাশক স্প্রে করছেন। এমনকি বিভিন্ন ইউনিয়নের অনেক এলাকায়ও কাজ করেছেন তারা।

এছাড়া সামাজিক দূরত্ব বজায় রাখতে জেলার তিনটি উপজেলাতেই মাইকিং, লিফলেট বিতরণ, হাত ধোয়ার জন্য সাবান পানি ও হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থাসহ বিভিন্ন ধরনের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন যুব রেড ক্রিসেন্টের এসব তরুণ-তরুণী।

যুবপ্রধান শামীম আহম্মেদ শুভ জানান, গত ২৩ মার্চ থেকে যুব রেডক্রিসেন্টের এই স্বেচ্ছাসেবকরা দিনরাত সারাক্ষণ মাঠে আছেন এবং সবাই সুস্থ শরীরে কাজ চালিয়ে যাচ্ছেন। এছাড়া তাদের কন্ট্রোলরুম চালু আছে। ০১৯১০০০৯৬১৫ এই  মোবাইল ফোন নম্বরে ফোন দিলে সাধ্য অনুযায়ী সেখানে পৌঁছে যাওয়ার চেষ্টা করছেন স্বেচ্ছাসেবকেরা।
যুব রেডক্রিসেন্টের এসব কার্যক্রমে বিভিন্ন সময়ে অংশগ্রহণ করেছেন জেলা প্রশাসক আনজুমান আরা, পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার), জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস, সাধারণ সম্পাদক কাজী ইসমাইল হোসেন লিটন, নড়াইল সদর হাসাপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মশিউর রহমান বাবু, নড়াইল পৌরসভার প্যানেল মেয়র রেজাউল বিশ্বাস, জেলা পরিষদ সদস্য রওশন আরা কবির লিলি প্রমুখ।

এ ব্যাপারে জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সাধারণ সম্পাদক কাজী ইসমাইল হোসেন লিটন বলেন, ‘দেশের প্রতিটি দুর্যোগে মানবতার সেবায় স্বেচ্ছায় কাজ করেন রেড ক্রিসেন্টের যুব সদস্যরা। করোনাভাইরাসের কঠিন সময়েও মাঠে আছেন তারা।'

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ