• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

পটুয়াখালী দশমিনায় যুবদলের ২১ নেতাকর্মী আটক

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি ২০২০  

পটুয়াখালী জেলার দশ‌মিনা উপজেলায় যুবদ‌লের কর্মীসভায় পুলিশের বাধা ও লা‌ঠিচা‌র্জে কমপ‌ক্ষে দশ নেতাকর্মী আহত হ‌য়ে‌ছেন এবং সংগঠনটির ২১ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকালে উপ‌জেলা বিএন‌পির কার্যাল‌য়ে এবং প‌রে দুপুর ১২টার দিকে এক‌টি ঘ‌রে সভা চলাকা‌লে দ্বিতীয় দফায় বাধা দেয় পু‌লিশ।

পু‌লিশ জা‌নি‌য়ে‌ছে, অনুমতি ছাড়া সভা/সমাবেশ করার চেষ্টা কর‌লে তাদের বাধা দেওয়া হয়। এসময় যুবদল নেতাকর্মীরা ধাক্কাধাক্কি‌তে লিপ্ত হয় ও পু‌লি‌শের ওপর ইট-পাট‌কেল নি‌ক্ষেপ ক‌রে। এ‌তে চার পুলিশ সদস্য আহত হয়। বেলা ১১টা থে‌কে ১২টায় এ ঘটনা ঘ‌টে। বর্তমা‌নে প‌রি‌স্থিতি শান্ত র‌য়ে‌ছে।   
স্থানীয় যুবদল নেতারা জানান, পু‌লি‌শের ধাওয়া ও লা‌ঠিচা‌র্জে আহত হয় কেন্দ্রীয় যুবনেতা শামীম হোসেন, যুব নেতা শাহ আলম শানু, আল আমিন মোল্লা, ইকবাল বশির, আবুল বসার আক্কাস, আনোয়ার হোসেন আনু, মেরিন মোল্লা সম্রাট হোসেনসহ কমপ‌ক্ষে ১০ জন।

দশ‌মিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) জালাল উ‌দ্দিন জানান, ঘটনার সম‌য়ে তি‌নি পটুয়াখালী জেলা পু‌লি‌শের মি‌টিং‌য়ে ছি‌লেন। যুবদল কর্মী‌দের সঙ্গে পু‌লি‌শের ধাক্কাধা‌ক্কি ও ইটপাট‌কেল নি‌ক্ষে‌পের খবর শু‌নে‌ছেন।
                    
পটুয়াখালীর পু‌লিশ সুপার মোহাম্মদ মঈনুল হাসান জানান, দশ‌মিনায় বিনা অনুম‌তি‌তে যুবদল সমা‌বেশ ডাক‌লে পু‌লিশ বাধা দেয়, এসময় পু‌লি‌শের ওপর ইটপাট‌কেল নি‌ক্ষেপ কর‌লে চার পু‌লিশ সদস্য আহত হয়। এ ঘটনায় ২১ জন‌কে আটক করা হ‌য়ে‌ছে।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ