• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

পরীক্ষার্থীদের অভিযোগে দুই বখাটে আটক

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি ২০২০  

মাদারীপুরের শিবচরে এসএসসি পরীক্ষা কেন্দ্রের বাইরে বেড়েছে বখাটেদের উৎপাত। মঙ্গলবার দুপুরে পরীক্ষার্থীদের অভিযোগ পেয়ে পুলিশ তাজেল মোল্লা (২১) ও নাইম খলিফা (২০) নামের দুই বখাটেকে আটক করেছে।

সূত্র জানায়, এসএসসি পরীক্ষা শুরুর পর থেকেই কেন্দ্রের বাইরে বেশ কিছু বখাটের উপস্থিতি ছিল লক্ষ্যনীয়। পরীক্ষা কেন্দ্রে আসা যাওয়ার পথে বখাটেরা মেয়েদের উত্যক্ত করে আসছিল। মঙ্গলবার দুপুরে কাদিরপুর এলাকার দুজন পরীক্ষার্থী মোবাইল ফোনে শিবচর থানা পুলিশকে বিষয়টি অবহিত করে।

পরীক্ষার্থীদের অভিযোগ পেয়ে পুলিশ শেখ ফজিলাতুন্নেছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে অবস্থান নেয়। সেখানে মেয়েদের উত্যক্ত করার সময় হাতেনাতে ধরা হয় তাজেল মোল্লা ও নাইম খলিফাকে। তাজেল মোল্লার বাড়ি উপজেলার চরবাচামারা মাদবরকান্দি গ্রামে। তার পিতার নাম হালেম মোল্লা। বখাটে নাইম খলিফা চরবাচামারা খলিফাকান্দি গ্রামের আইয়ুব আলী খলিফার ছেলে।

শিবচর থানার ওসি আবুল কালাম আজাদ জানান, ছাত্রীদের অভিযোগ পেয়ে তাৎক্ষনিক অভিযানে দুই বখাটেকে আটক করা হয়েছে। এ বিষয়ে মামলা দায়ের প্রক্রিয়াধীন।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ