• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

পাক-ভারত ইস্যুতে আতিফের গান মুছে দিলো টি-সিরিজ

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি ২০১৯  

আতিফ ইসলামের সঙ্গে ‘বারিষে’ গানটি টি সিরিজ ডিলিট করে ফেললো। এর কারণ জানতে চাইলে আতিফের ম্যানেজারকে টি-সিরিজ থেকে বলা হয় আতিফকে কারণ জানাতে আমরা বাধ্য নই। গানটির কম্পোজ করেছিলেন ভারতের অর্ক। কিন্তু পুলওয়ামা কাণ্ডের জেরে টি-সিরিজের তরফে এই ভিডিওটি সরিয়ে নেওয়া হলো। ধারাবাহিকভাবে সবগুলো গানই সরিয়ে নেওয়া হবে বলে জানান তারা। যদিও অর্ক জানিয়েছেন তার সঙ্গে আতিফের কোনো ব্যক্তিগত সমস্যা নেই এবং তিনি ব্যক্তিগতভাবে কোনো পাকিস্তানি গায়কের বিরুদ্ধে বিদ্বেষ পোষণ করেন না। কিন্তু পুলওয়ামার ঘটনার পর তাকে এই কঠোর পদক্ষেপ নিতেই হতো।

এদিকে আইএএনএসকে এক সাক্ষাত্কার দেওয়ার সময়ে তিনি বলেন, ‘জঙ্গি এবং সন্ত্রাসের প্রতি পাকিস্তান সরকারের মনোভাবই আমাদের এতগুলো সেনার জীবন কেড়ে নিলো। এরপর থেকে নীতিগতভাবেই আমরা সাংস্কৃতিক বিনিময় করতে পারি না।’

বারিষে গানে আতিফ ছাড়াও নুসরত ভারুচ ছিলেন। গানটি ১৩ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছিল। ঠিক তার পরের দিনই জঙ্গি হানায় ৪০ জন সিআরপিএফ জওয়ানের মৃত্যু হয়। এরই জের ধরে অন্যান্য পাকিস্তানি শিল্পীদের কাজেও বিধি নিষেধ আরোপ করা হবে বলে জানা যায়।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ