• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

পিএসসি ও পরিসংখ্যান বিভাগে নতুন সচিব

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ৪ জুন ২০২০  

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি), পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ এবং ভূমি সংস্কার বোর্ডে নতুন চেয়ারম্যান (সচিব) নিয়োগ দিয়েছে সরকার। বৃহস্পতিবার (৪ জুন) এই নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে। সচিব পদে পদোন্নতির পর এ কর্মকর্তাদের এসব পদে পদায়ন করা হয়।

সচিব পদ পদোন্নতির পর পিএসসির সচিব হয়েছেন বিসিএস প্রশাসন একাডেমির এমডিএস (অতিরিক্ত সচিব) মোছা. আছিয়া খাতুন এবং পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব হয়েছেন বরিশালের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মোহাম্মদ ইয়ামিন চৌধুরী।

অপরদিকে পদোন্নতি পেয়ে ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান (সচিব) হয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ইয়াকুব আলী।

পিএসসির সচিব হিসেবে দায়িত্ব চালিয়ে আসা মো. মোস্তাফিজুর রহমানকে অবসরে গমনের সুবিধার্থে বুধবার বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়েছে।

পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সিনিয়র সচিব সৌরেন্দ্রনাথ চক্রবর্তী আগামী ১৪ জুন অবসরোত্তর ছুটিতে যাবেন। অপরদিকে ভূমি সংস্কার বোর্ডের দায়িত্ব চালিয়ে আসা মো. আব্দুল মান্নানকে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব করা হয়েছে।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ