• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

পুরুষের শুক্রানু শক্তি বাড়ায় যে ফল

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১০ এপ্রিল ২০২১  

মুরব্বিদের কথা পুরুষকে থাকতে হবে সিংহের মতো। তবেই না সিংহপুরুষ। পুরুষদের এমন জীবনের সঙ্গে আমলকির রয়েছে একট গভীর সম্পর্ক।

আমলকিকে একপ্রকার ভেষজ ফলও বলা চলে। এর ফল ও পাতা দুটিই ওষুধরূপে ব্যবহার করা হয়। বিভিন্ন অসুখ সারানো ছাড়াও এ আমলকি রোগ-প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে দারুণ সাহায্য করে। আমলকির গুণাগুণের জন্য আয়ুর্বেদিক ওষুধেও এখন আমলকির নির্যাস ব্যবহার করা হয়।

আমলকির অসংখ্য গুণাগুণ আছে । তার মধ্যে একটা হলো‚ এই ফল রিপ্রডাক্টিভ হেল্থ বা প্রজনন ক্ষমতার উন্নতি ঘটায় ।

আমলকি natural aphrodisiac -এর কাজ করে (কামনাকে বাড়িয়ে দেয়)। ফলে আপনার সেক্স লাইফের উন্নতি ঘটে । এ ফলে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে যা পুরুষদের স্পার্ম কাউন্ট বা শুক্রানু শক্তি বাড়িয়ে দেয় । তাই যারা লো স্পার্ম কাউন্ট এর সমস্যায় ভুগছেন নিয়মিত আমলকি খেলে উপকার পাবেন । দেখবেন কিছুদিনের মধ্যেই আপনার লিবিডো অনেকটা বেড়ে যাবে । এর প্রধান কারণ আমলকিতে আছে আয়রন আর জিঙ্ক ।

শুধু পুরুষরা নয়‚ যে নারীরা white discharge-এর সমস্যায় ভোগেন‚ আমলকি শুকিয়ে তা গুঁড়ো করে মধু দিয়ে নিয়মিত খেলে উপকার পাবেন ।

পুরুষরা আমলকির জুস সকালে খালি পেটে বা সন্ধ্যা বেলায় খেতে পারেন । সেক্স লাইফ উষ্ণ এবং রঙিন করতে আমলকি পাউডার মিশিয়ে দুধ খেতে পারেন।

কিন্তু অবশ্যই একটা জিনিস মনে রাখবেন । এগুলো শুধুমাত্র ঘরোয়া টোটকা । যদি কোনো সমস্যা থাকে তাহলে ডাক্তারের পরামর্শ নিতে দ্বিধা করবেন না ।

 

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ