• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

পুলিশের উপর হামলা চালিয়ে আসামি ছিনতাই, মামলা দায়ের

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১০ মে ২০২০  

গোপালগঞ্জের মুকসুদপুরে পুলিশের উপর হামলা চালিয়ে তিন আসামিকে ছিনিয়ে নেয়া ও ৭ পুলিশ সদস্য আহত হবার ঘটনায় খান্দারপাড়া ইউনিয়নের চেয়ারম্যান সাব্বির খানকে প্রধান আসামি করে ৩৮ জনের নামে মামলা করেছে পুলিশ।

এ ঘটনায় ৫ জনকে জিজ্ঞাসাবাদের জন্য গ্রেপ্তার করে করছে পুলিশ। শনিবার রাতে মুকসুদপুর থানার সাব ইনেসপেক্টর হায়াতুর রহমান বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর্জা আবুল কালাম আজাদ বলেন, গোপালগঞ্জ জেলা শহর থেকে পুলিশের একটি বড় বহর মুকসুদপুরের খান্দারপাড়ায় অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত ৫ জনকে আটক করা হয়। এদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

তিনি আরও বলেন, তবে গতকাল হাতকড়াসহ ছিনিয়ে নেয়া আসামিদের এখন পযর্ন্ত গ্রেপ্তার করা সম্ভব হয়নি। আসামি ছিনতাইয়ের ঘটনার পর থেকে সেখানে পুলিশি অভিযান অব্যহত রয়েছে। রাত থেকেই বেজড়া-ভাটরা গ্রামে পুরুষশুণ্য হয়ে পড়েছে।

প্রসঙ্গত, হামলা ও ভাঙচুরের মামলার আসামিদের ধরতে দিস্তাইল গ্রামে অভিযান চালিয়ে নিজাম মোল্লা, নুরু মোল্লা, লেলিন মোল্লা ও মাসুদ কাজী নামে চার আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। পরে আসামিদের নিয়ে মুকসুদপুর থানায় আসার পথে উপজেলার খান্দারপাড় ইউনিয়নের ভাটরা গ্রামে পৌঁছালে আসামি পক্ষের লোকজন পুলিশ উপর হামলা চালায় ও ইট-পাটকেল নিক্ষেপ করে। এ সময় পুলিশের কাছ থেকে আসামি নুরু মোল্যা ও মাসুদ কাজীসহ চার আসামিকে ছিনিয়ে নেয়। পরে ধাওয়া করে অপর এক আসামি নিজাম মোল্যা আটক করে থানায় নিয়ে আসে। এ হামলা ও ইট-পাটকেলের আঘাতে ৭ পুলিশ সদস্য আহত হয়।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ