• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

পুড়ে মারা গেলেন স্যানিটারি অফিসার

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২৭ মার্চ ২০২০  

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার অগ্নিদগ্ধ স্যানিটারি ইন্সেপেক্টর মো. সাইফুল ইসলাম শামীম (৪২) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে তিনি মারা যান।

সাইফুল ইসলাম ফরিদপুর মধুখালী এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

জানা গেছে, সাইফুল ইসলাম শামীম প্রায় ৫ বছর যাবত গোয়ালন্দ উপজেলায় স্যানিটারি ইন্সেপেক্টর হিসেবে কর্মরত ছিলেন। তিনি গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক কোয়ার্টারের দ্বিতীয় তলার একটি রুমে একাই থাকতেন। বৃহস্পতিবার দুপুরের খাবার খেয়ে ঘুমিয়ে ছিলেন। হঠাৎ গোঙ্গানির শব্দ শুনে পাশের রুমের লোকজন তার রুমের দরজা ভেঙে আগুনে ঝলসানো অবস্থায় তাকে উদ্ধার করেন। এ সময় তার রুম ধোয়ায় আছন্ন ছিল।

এ অবস্থায় তাকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেলে পাঠানো হয়। শুক্রবার সকালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. আসিফ মাহমুদ বলেন, আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন। তবে কিভাবে তিনি অগ্নিদগ্ধ হয়েছিলেন সেটা এখনও জানা যায়নি।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ