• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

‘প্রকল্প বাস্তবায়নে পেশাদারিত্ব নিয়ে কাজ করুন’

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১ এপ্রিল ২০২১  

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বলেছেন, প্রকল্প বাস্তবায়নে পেশাদায়িত্বের সঙ্গে আন্তরিক হয়ে কাজ করুন। দেশ ও জনগণের প্রতি মমত্ববোধ থেকে কাজ করলে প্রকল্প বাস্তবায়ন শুধু দ্রুতই হবে না ত্রুটিহীনও হবে।

বুধবার (৩১ মার্চ) ‘বিদ্যুৎ বিভাগের উন্নয়ন প্রকল্প সমূহের জুলাই ২০২০ থেকে ফেব্রুয়ারি ২০২১ পর্যন্ত বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা’ বিষয়ক ভার্চুয়াল বৈঠকে এসব তিনি কথা বলেন।

তিনি বলেন, নির্ধারিত সময়ের মধ্যেই প্রকল্প বাস্তাবায়ন করতে হবে। স্বাস্থ্যবিধি মেনে স্বল্প অগ্রগতি সম্পন্ন প্রকল্পগুলোর তদারকি বাড়ানো প্রয়োজন।

পরিদর্শনের জটিলতার জন্য বিদেশ থেকে মালামাল আনতে বিলম্ব প্রসঙ্গে তিনি বলেন, দ্রুত প্রকল্প বাস্তবায়নের স্বার্থে প্রয়ো

জনে তৃতীয় পক্ষের মাধ্যমে পরিদর্শন করা যেতে পারে।

এসময় বিদ্যুৎ সচিব মো. হাবিবুর রহমান, পিডিবির চেয়ারম্যান বেলায়েত হোসেন, আরইবির চেয়ারম্যান মেজর জেনারেল

মঈন উদ্দিন (অবঃ), পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসেনসহ অন্যান্য দফতরের প্রধানরা সংযুক্ত থেকে বক্তব্য রাখেন।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ