• বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৮ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

প্রতিদিন এক শ মানুষকে খাবার দিচ্ছেন পুলিশ কর্মকর্তা

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ৩০ মার্চ ২০২০  

রাজধানী ঢাকার হতদরিদ্র এক শ মানুষদের মাঝে প্রতিদিন প্যাকেট খাবার বিতরণ করছেন ঢাকা মহানগর পুলিশের ধানমন্ডি জোনের এডিসি আব্দুল্লাহীল কাফী। তিনি প্রতিদিন রাতে ধানমন্ডি ও হাজারীবাগ এলাকায় সহকর্মীদের সঙ্গে নিয়ে এ খাবার বিতরণ করছেন। 

সারা বিশ্বে করোনাভাইরাস মহামারি আকার ধারণ করেছে। বাংলাদেশেও এ আঘাত এসেছে। গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্ত করা হয়। এরপর স্কুল কলেজ বন্ধ দেওয়া হয়। একপর্যায়ে সরকার সাধারণ ছুটি ঘোষণা করে। মানুষকে নিজ নিজ ঘরে অবস্থানের নির্দেশনা দিয়েছে সরকার। ফলে রাজধানীর রিকশা ও ভ্যানচালক, চা বিক্রেতাসহ দিনমজুররা বিপাকে পড়েছেন।

এ অসহায় মানুষদের কথা চিন্তা করে ঢাকা মহানগর পুলিশের ধানমন্ডি জোনের এডিসি আব্দুল্লাহীল কাফীর নেতৃত্বে এক দল পুলিশ সদস্য নিজের টাকায় খাবার সংগ্রহ করেন। পরে ওই খাবার অসহায় মানুষদের মধ্যে বিতরণ শুরু করেন। তারা প্রতিদিন ১০০ মানুষের মধ্যে খাবার বিতরণ করছেন। এ ধারাবাহিকতায় রবিবার রাতেও ধানমন্ডি ও হাজারীবাগ এলাকা খাবার বিতরণ করা হয়।

জানতে চাইলে আব্দুল্লাহীল কাফী বলেন, ছুটি ঘোষণার পর থেকেই অসহায় মানুষের কথা চিন্তা করে আমরা মানুষের জন্য নিজেদের টাকায় খাবার সংগ্রহ করি। প্রতিদিন আমরা ১০০ মানুষের কাছে খাবার পৌঁছে দেই। আমাদের এই উদ্যোগের পর সহায়তায় অনেকেই এগিয়ে এসেছেন। তবে আমরা সবাইকে বলছি, নিজ নিজ এলাকায় অসহায় মানুষের পাশে দাঁড়াতে।

তিনি আরো বলেন, স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে। সমাজের বিত্তবানরা এভাবে অসহায় মানুষদের পাশে এগিয়ে আসবে বলে আশা করছি।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ