• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

প্রথম বারের মতো ভিডিও কনফারেন্সে চলছে ফুল কোর্ট সভা

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২০  

প্রথম বারের মতো ভিডিও কনফারেন্সের মাধ্যমে আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিদের অংশগ্রহণে চলছে ফুল কোর্ট সভা। আজ রোববার (২৬ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় সভা শুরু হয়। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন সভায় সভাপতিত্ব করছেন।

এর আগে, গতকাল সীমিত পরিসরে আদালত চালুর সিদ্ধান্ত স্থগিত করে ফুল কোর্ট সভা ডাকেন প্রধান বিচারপতি।

সুপ্রিম কোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান বলেন, ‘সার্বিক বিষয়ে আলোচনা করতেই ফুল কোর্ট সভা ডাকেন প্রধান বিচারপতি।’

জানা গেছে, করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতে আদালত স্বল্প পরিসরে চালু করা হবে কি না ফুল কোর্ট সভায় সে বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে।

এদিকে প্রথমে সীমিত পরিসরে সুপ্রিম কোর্ট চালু রাখার সিদ্ধান্ত হলেও অপর একটি সার্কুলার জারি করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ, হাইকোর্ট বিভাগ ও জেলা দায়রা জজ আদালত খোলার সিদ্ধান্ত ২৭ এপ্রিল পর্যন্ত স্থগিত করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ