• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

প্রেমের নামে প্রহসন, চলবে না চলবে না

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি ২০২০  

বিশ্ব ভালোবাসা দিবসে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) প্রতিবাদী র্যালি ও সমাবেশ করেছে প্রেমবঞ্চিত সংঘের শিক্ষার্থীরা। প্রতি বছরের ন্যায় এবারও এই ব্যতিক্রমী কর্মসূচির আয়োজন করেন তারা। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের পেছনের আমতলা থেকে র্যালিটি বের হয়।

র্যালিতে ‘কেউ পাবে কেউ পাবে না, তা হবে না তা হবে না। প্রেমের নামে প্রহসন, চলবে না চলবে না। তুমি কে? আমি কে? বঞ্চিত, বঞ্চিত।’ ইত্যাদি স্লোগান দেন শিক্ষার্থীরা। র্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বিশ্ববিদ্যালয় প্রেমবঞ্চিত সংঘের সভাপতি নুরুল ইসলাম জিম বলেন, বর্তমানে ১৪ ফেব্রুয়ারিতে প্রেমের নামে যে অশ্লীলতা হয় তার বিরুদ্ধে আমরা প্রতিবাদী র্যালি করেছি। একজন অনেক জনের সঙ্গে প্রেম করে, এটির বিরুদ্ধে আমরা। আমরা চাই প্রেমের সুষম বণ্টন।

বিশ্ববিদ্যালয় প্রেমবঞ্চিত সংঘের সভাপতি নুরুল ইসলাম জিম ও সাধারণ সম্পাদক তন্ময় রশিদের নেতৃত্বে এ কর্মসূচিতে দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেন। বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে সংগঠনটি গণস্বাক্ষর, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, পথশিশু ও দুস্থদের জন্য একবেলা খাবারের আয়োজন করেছে ।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ