• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

ফুলপুরে জাতীয় স্যানিটেশন ও হাত ধোয়া প্রদর্শনী

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২৮ অক্টোবর ২০১৯  

ময়মনসিংহের ফুলপুরে জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতর এই কর্মসূচির আয়োজন করে। এ উপলক্ষে আজ সোমবার সকাল ১১টায় র্যালি, আলোচনা সভা ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন দফতরের কর্মকর্তা, কর্মচারী, ফুলপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও শিক্ষকবৃন্দ অংশ নেন। 

কর্মসূচিতে নেতৃত্ব ও বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান আতাউল করিম রাসেল, উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুল ইসলাম ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতর ময়মনসিংহ এর ফুলপুর-গৌরীপুর শাখার সহকারী প্রকৌশলী একেএম মোনায়েম খান। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া পারভীন লাকি, মাধ্যমিক শিক্ষা অফিসার নাসরিন আক্তার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিকুল ইসলাম, আইসিটি কর্মকর্তা হাবিবুল্লাহ, সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সালেহ আহাম্মদ, কামাল হোসেন প্রমুখ। 

'সকলের জন্য উন্নত স্যানিটেশন, নিশ্চিত হোক সুস্থ জীবন। সকলের হাত পরিষ্কার থাক' বিষয়ে বক্তব্য দিতে গিয়ে হাত ধোয়া প্রদর্শন করে উপজেলা চেয়ারম্যান আতাউল করিম রাসেল ও উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুল ইসলাম বলেন, হাত ধুইলে আমরা জীবাণুমুক্ত থাকতে পারব। আমরা যে কোনো জিনিস ধরার পর অবশ্যই যেন হাত ধুই। 

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ