• মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ৫ ১৪৩০

  • || ০৮ রমজান ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

ফের নতুন ফিচার হোয়াটসঅ্যাপে

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০১৮  

তাৎক্ষণিক মেসেজ আদান-প্রদানে জনপ্রিয় অ্যাপ্লিকেশন হোয়াটসঅ্যাপ তাদের আন্ড্রয়েড ভার্সনে নতুন একটি ফিচার যোগ করেছে।  

নতুন এই ফিচারের নাম পিকচার-ইন-পিকচার (পিআইপি)। এই ফিচারের ফলে অ্যান্ড্রয়েডে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের আর চ্যাট বন্ধ করে লিঙ্ক থেকে ভিডিও দেখতে হবে না।  

নতুন এই ফিচারের মাধ্যমে হোয়াটসঅ্যাপে চ্যাট করার সময় একটি ছোট উইন্ডোতে চ্যাট বক্সে আসা লিঙ্কের ভিডিও আপনি দেখতে পাবেন। ফলে আর চ্যাট বন্ধ করার দরকার নেই। এবার থেকে ফেসবুক, ইনস্টাগ্রামসহ যে কোনও লিঙ্কের ভিডিও সরাসরি দেখা যাবে।

 আইফোন ব্যবহারকারীরা পিকচার-ইন-পিকচার এর সুবিধা পাচ্ছিলেন চলতি বছরের জানুয়ারি থেকেই। অক্টোবরেই পরীক্ষামূলকভাবে অ্যান্ড্রয়েডের বিটা ভার্সনে যোগ হয় এই নতুন ফিচার। এবার অ্যান্ড্রয়েডেও যুক্ত হল পিকচার-ইন-পিকচার।

আপনার অ্যান্ড্রয়েড ফোনে এই পিআইপি এর সুবিধা পেতে গুগল প্লে স্টোরে গিয়ে হোয়াটসঅ্যাপ (২.১৮.৩৮০ ভার্সন) আপডেট করতে হবে।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ