• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

ফেসবুক মেসেঞ্জারে নববর্ষের ‘শুভেচ্ছা’ মেসেজ থেকে সাবধান

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০১৯  

মাত্র দুদিন পেরোলেই ইংরেজি নতুন বছর। এরই মধ্যে সবাই নতুন বছরের আগাম শুভেচ্ছা জানাতেও শুরু করে দিয়েছেন। শুভেচ্ছা জানাবার এই আমেজের মধ্যেই ছড়িয়ে পড়ছে একটি বিপজ্জনক স্প্যাম। একটি বিশেষ লিঙ্কের মাধ্যমে মেসেঞ্জারে পাঠানো হচ্ছে শুভেচ্ছো বার্তা। এর মাধ্যমেই মেসেঞ্জার আইডি নিয়ন্ত্রণে নিয়ে নিচ্ছে একটি দল।

শুভেচ্ছা জানানোর এই বিশেষ লিংকটিকে ‘স্প্যাম’ দাবি করে লিংকটি ওপেন করা থেকে সাবধান হতে বলছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মেসেঞ্জারে নতুন বছরের শুভকামনা জানানোর জন্য অনেকে একটি সারপ্রাইজ মেসেজ লিংক ফরোয়ার্ড করছে। সন্দেহজনক লিংকে ক্লিক না করে সবাইকে নিরাপদ ইন্টারনেট ব্যবহারের বিষয়ে সচেতন হতে বলছেন বিশেষজ্ঞরা।

লিংক দেয়া কোনো ছবি আসলে সেটিতে ক্লিক করা থেকে বিরত থাকতে বলা হয়েছে।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ