• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

ফেসবুকে করোনা গুজব, আটক ২

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২৮ মার্চ ২০২০  

ফেসবুকে করোনা সংক্রান্ত গুজব ছড়ানোর অভিযোগে ঠাকুরগাঁওয়ে নুরে আলম (২৭) ও মো. সাহফুল ইসলাম (২৮) নামে দুই যুবককে আটক করেছে পুলিশ। শনিবার বিকালে সদর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক নুরে আলম সদর উপজেলার পৌরসভা গোয়ালপাড়া এলাকার আবু তালেবের ছেলে এবং সাহফুল ইসলাম পূর্ব হাজি পাড়ার মাহবুব আলমের ছেলে। 

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম জানান, ঠাকুরগাঁওয়ে এই মাত্র তিন জন করোনা আক্রান্ত রোগী সনাক্ত হয়েছে এবং তাদের আইসোলেশন বিভাগে রাখা হয়েছে। ফেসবুকে 'রাত জাগা পাখি' ও 'নুর আলম' নামে আটককৃতরা তাদের নিজস্ব দুটি আইডিতে করোনা সংক্রান্ত মিথ্যা তথ্য দিয়ে গুজব ও জনমনে আতঙ্ক ছড়াচ্ছে। বেশ কয়েকজন ব্যাক্তি সদর থানায় ফোন করে এমন অভিযোগ করেন।

অভিযোগের প্রেক্ষিতে সদর থানা পুলিশ তাদের ধরতে মাঠে নামে। শনিবার সকাল থেকে বিকাল পর্যন্ত শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে গুজবের বিষয়টি তারা স্বীকার করে। গুজব ছড়ানোর বিষয়ে সদর থানায় পৃথক দুটি মামলার প্রস্তুতি চলছে।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ