• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

ফেসবুকে করোনা ছড়ানোর আহ্বান করা ব্যক্তি গ্রেফতার

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২৮ মার্চ ২০২০  

প্রাণঘাতী করোনা ভাইরাস ছড়িয়ে দেওয়ার জন্য সামজিক যোগাযোগ মাধ্যমে আহ্বান জানানোর কারণে ভারতের বেঙ্গালুরু থেকে গ্রেফতার হলেন বহুজাতিক আইটি কোম্পনি ইনফোসিসের এক কর্মকর্তা। ২৫ বছর বয়সী মুজিব মোহাম্মেদ নামে আইটি কোম্পানির ওই কর্মকর্তা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লেখেন, আসুন হাতে হাত মেলাই, বাইরে বের হই এবং জনসম্মুখে হাঁচি দেই আর করোনা ছড়াই।

গ্রেফতারের বিষয়ে পুলিশ কর্মকর্তা সন্দিপ পাতিল গণমাধ্যমে বলেন, জনসম্মুখে হাঁচি দেয়ার আহ্বান এবং করোনা ভাইরাস ছড়িয়ে দিতে বলায় মুজিব মোহাম্মেদকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।

এদিকে এক টুইট বার্তায় ইনফোসিসের পক্ষ থেকে বলা হয়েছে, এক কর্মীর সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া পোস্ট নিয়ে তদন্ত করা হচ্ছে। এমন কাণ্ডের পর মুজিব মোহাম্মেদকে বরখাস্ত করেছে ইনফোসিসও। প্রসঙ্গত, ভারতে শেষ খবর পাওয়া পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৮শ’ জন। মারা গেছেন ১৯ জন ।

সূত্র: এনডিটিভি।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ