• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

ফেসবুকে প্রধানমন্ত্রীর নামে গুজব ছড়ানোর দায়ে আটক ১

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ৮ এপ্রিল ২০২০  

ফেসবুকে ফেক আইডি ব‌্যবহার করে কিশোরগঞ্জের মিঠামইনে করোনাভাইরাস, প্রধানমন্ত্রী ও বিভিন্ন বাহিনী সম্পর্কে গুজব ও অপপ্রচার ছড়ানোর অভিযোগে একজনকে আটক করেছে র‌্যাব-১৪ একটি দল।

মঙ্গলবার (৭ এপ্রিল) দিবাগত রাত দেড়টার দিকে মিঠামইনের ঢাকী বাজার থেকে মো. রিপন মিয়া (৩৫) ওরফে রিপুল মিয়া নামে ওই যুবককে করা হয়। এসময় তার কাছ থেকে Symphony Model-V120 মডেলের একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কিশোরগঞ্জ ক‌্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক সিনিয়র সহকারী পরিচালক চন্দন দেবনাথ। 

আটক মো. রিপন মিয়া মিঠামইন উপজেলার ঢাকী ইউনিয়নের (ঠাকুরপাড়) মৃত দুলাই মিয়ার ছেলে।

অধিনায়ক চন্দন দেবনাথ জানান, রিপন Ripul Member নামক ফেসবুক আইডি ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বর্তমানে বৈশ্বিক আলোচিত বিষয় করোনাভাইরাস, প্রধানমন্ত্রী ও বিভিন্ন বাহিনী সম্পর্কে বিভিন্ন মিথ্যা ও বিভ্রান্তিকর অপপ্রচার চালিয়ে আসছিলেন। 

তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের ইলেক্ট্রনিক্স ডিভাইস ব্যবহার করে উদ্দেশ্য প্রণোদিতভাবে বিভ্রান্তিমূলক বিভিন্ন ছবি ও পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার ও উস্কানিমূলক গুজব ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছিলেন।

এসকল কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কারণে গোয়েন্দা নজরদারি চালিয়ে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে মিঠামইন থানায় আইনানুগ ব‌্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ