• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

ফেসবুকে ভাইরাল জেলা প্রশাসক শাহিদা সুলতানা

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০১৯  

গোপালগঞ্জ শহরতলীর ঘোষেরচর গ্রামে ‘সরকারি শিশু পরিবার’ অনাথ আশ্রমে বেড়ে উঠছে স্বজনহারা ৭৬ শিশু।

মা নেই তাই ঈদ বা কোন উৎসবে আদরের ছোঁয়া পাওয়া হয় না তাদের। এই বিজয় দিবসে এসব অনাথ শিশুদেরকে মায়ের মতই পরম স্নেহে নিজ হাতে খাবার দিলেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা।

থালায় থালায় বেড়ে দেন পোলাও আর মাংস। নেন তাদের শারীরিক খোঁজ খবর। যেন কিছুটা সময়ের জন্য হলেও মায়ের মমতার পরশ পায় এসব শিশুরা।

এদিকে, এতিম শিশুদের খাবার পরিবেশনের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এমনভাবে শিশুদের ভালবাসার জন্য জেলা প্রশাসক শাহিদা সুলতানাকে ধন্যবাদ জানিয়ে প্রশংসায় ভাসিয়েছেন অনেকেই।

জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক সমীর কুমার মল্লিক বলেন, ‘মহান বিজয় দিবস উপলক্ষে শিশু পরিবারের শিশুদের মাঝে মাংস, পোলাও, দই, মিষ্টি ও পানীয়সহ বিভিন্ন খাবার পরিবেশন করা হয়। জেলা প্রশাসক শাহিদা সুলতানা নিজ হাতে খাবার পরিবেশন করেন। এতে কিছুটা সময়ের জন্য হলেও ওদের মায়ের অভাব পূরণ হয়েছে।’

জেলা প্রশাসক বলেন, ‘সরকার এসব শিশুদের জন্য ভাল খাবারের ব্যবস্থা করেছে। তাদের খাবারের সময় গিয়েছিলাম। ওইসব শিশুদের একটু খোঁজ খবর নিয়েছি।’

তিনি বলেন, ‘এটা শুধু সরকার বা জেলা প্রশাসকের দায়িত্ব নয়। সবাবই যেন এগিয়ে আসে। বৃত্তবানরা যদি তাদের সন্তানদের জন্মদিন এসব বাচ্চাদের নিয়ে পালন করেন, তাহলে তাদের একটু ভাল লাগা হয়। আমি চাই সমাজের সবাই সুবিধাবঞ্চিত এসব শিশুদের পাশে দাঁড়াক। তারা তাদের পরিবারের মানুষজন হিসাবে একইভাবে দেখুক। পারিবারিক যে সব উৎসব আছে সে সমস্ত উৎসবের সাথে এদের একাত্ম করুক।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ