• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

ফেসবুকের ডার্ক মোড এবার স্মার্টফোনে!

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১১ জুন ২০২০  

সময় পেলেই বেশিরভাগ স্মার্টফোন ব্যবহারকারী ঢুঁ মারেন ফেসবুকে। এতে চোখের ওপর চাপটাও কম পড়ে না। এজন্য বহুদিন ধরে ফেসবুকে ব্যবহারকারীদের দাবি ছিল ‘ডার্ক থিম’। কম্পিউটার সংস্করণে ডার্ক মোড কয়েকমাস আগে উন্মুক্ত করা হলেও, স্মার্টফোনে দেয়নি ফেসবুক। সুখবর হচ্ছে, এবার অ্যানড্রয়েড প্লার্টফর্মেও বহুল প্রতীক্ষিত ডার্ক মোড আসছে।

এরইমধ্যে স্মার্টফোনের জন্য ‘ডার্ক থিম’ ফিচার প্রস্তুত করেছে সামাজিক মাধ্যম জায়ান্ট ফেসবুক। ডার্ক মোডের সঙ্গে আরো কয়েকটি নতুন ফিচার আনার কথাও জানা যাচ্ছে। এর মধ্যে অন্যতম  করোনভাইরাস ট্র্যাকিং ফিচার এবং সাইলেন্ট মোড।

ফেসবুক দীর্ঘদিন ধরেই ডার্ক মোড ফিচার আনার জন্য কাজ করে আসছিল। প্রথমে মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপের জন্য ডার্ক মোড উন্মোচন করেছিল ফেসবুক। এরপর ফেসবুকের ডেস্কটপ ভার্সনেও থিমটি চালু করা হয়।

ডার্কমোড আসার ফলে রাতে ফেসবুক স্ক্রল করতে সুবিধা হবে। একই সঙ্গে ভিডিও দেখার ক্ষেত্রেও সুবিধাজনক ডার্ক মোড, এমনটাই দাবি ফেসবুকের। সারা বিশ্বজুড়ে ব্যবহারকারীদের ধাপে ধাপে দেয়া হবে এ সেবা। তবে কবে অ্যানড্রয়েড ভার্সনে ডার্ক মোড উন্মোচন করা হবে শুরু হবে তা জানা যায়নি।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ