• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

বগুড়ায় কর্মহীন ও দুস্থদের খাদ্য সহায়তা র‌্যাবে

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১ এপ্রিল ২০২০  

করোনা ভাইরাস সংক্রমণের (কোভিড-১৯) পরিপ্রেক্ষিতে সৃষ্ট সংকটে কর্মহীন হয়ে পড়া অসহায় দিনমজুর ও দুস্থ মানুষের হাতে খাদ্য সহায়তা দিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বুধবার (০১ এপ্রিল) দুপুর পৌনে ১টার দিকে র‌্যাব-১২ বগুড়া ক্যাম্প চত্বরে ভারপ্রাপ্ত কমান্ডার মো. রওশন আলী একশ ব্যক্তির হাতে চাল, ডাল, আটা, আলু ও তেলসহ নিত্য প্রয়োজনীয় সামগ্রীর একটি করে প্যাকেট তুলে দেন।

খাদ্য সহায়তা দেওয়ার সময় কোম্পানি কমান্ডার মো. রওশন আলী বলেন, প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে সবারই ঘরে থাকা জরুরি। তবে আমাদের আতঙ্কিত নয়, সচেতন হতে হবে। করোনা সতর্কতার কারণে দেশজুড়ে ঘোষিত সাধারণ ছুটির কারণে কর্মহীন মানুষগুলোকে যাতে খাদ্যের সন্ধানে বাইরে বের হতে না হয় সেজন্য র‌্যাবের পক্ষ থেকে তাদের সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রত্যেককে বাড়ি থাকার পরামর্শ দিয়ে তিনি বলেন, আপনারা অযথা চোখ, নাক ও মুখে হাত দিবেন না, মানুষের ভিড় এড়িয়ে চলবেন, অন্যের সঙ্গে হাত মিলাবেন না, অযথা ভ্রমণ করবেন না, বারবার সাবান দিয়ে কমপক্ষে ২০ সেকেন্ড ভাল করে হাত ধুবেন এবং পর্যাপ্ত পানি পান করবেন।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ