• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

বঙ্গবন্ধুর বেড়ে ওঠার জায়গাগুলো আদি রূপে ফেরান হবে

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ৮ মার্চ ২০২০  

সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধুর শিশু কাল থেকে বেড়ে ওঠার সাথে জড়িত যে সব জায়গা রয়েছে প্রত্মতত্ত্ব বিভাগের মাধ্যমে তা আদি রূপে ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। আগেও একবার বন্ধবন্ধুর আদি বাড়ি সংস্কার করা হলেও তা আঞ্চলিক আইন মেনে করা হয়নি।

আজ রবিবার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদি বাড়ি পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর আদি বাড়িটি মূল জায়গাতে যেমন ছিল সেই জায়গাতেই ফিরে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। সংস্কৃতি মন্ত্রণালয় শুধু জাতির পিতার বেড়ে ওঠার জায়গাটুকুই সংরক্ষণ করবে। 

এর আগে, টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ বেদীতে পুস্পমাল্য অর্পণ করে গভীর শ্রদ্ধা জানান প্রতিমন্ত্রী। পরে বঙ্গবন্ধু ও পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফেরাত কমনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন তিনি। 

পরে প্রতিমন্ত্রী বঙ্গবন্ধুর পূর্ব পুরুষদের আদি আবাসস্থলের প্রাচীন ভবন সংস্কার ও সংরক্ষণের কাজসহ ভ অধিদপ্তর কর্তৃক ২২ লক্ষ টাকা ব্যয়ে সংস্কার ও সংরক্ষণ কজের অগ্রগতি পরিদর্শন করেন।

এ সময় খুলনা-২ আসনের সংসদ সদস্য শেখ সালাউদ্দিন জুয়েল, প্রত্মতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক মো. হান্নান মিয়া, উপ-পরিচালক মো. আমিরুজ্জামান পলাশ, সহকারী প্রকৌশলী ফিরোজ আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শাম্মী আক্তার, টুঙ্গিপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস, সাবেক পৌর মেয়র মো. ইলিয়াস হোসেন, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল শেখ, পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি শেখ তোজাম্মেল হোসেন টুটুল প্রমূখ উপস্থিত ছিলেন।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ