• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

বঙ্গবন্ধুর সমাধিতে ভারতীয় হাই কমিশনারের শ্রদ্ধা

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ৩ ফেব্রুয়ারি ২০২০  

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার রীভা গাঙ্গুলি দাশসহ ৫ সদস্যের প্রতিনিধি দল শ্রদ্ধা নিবেদন করেছে। আজ সোমবার (৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় তিনি বঙ্গবন্ধুর সমাধি সৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর বেলা ১১টার দিকে জেলা শহরের কেন্দ্রীয় কালিবাড়ি পরিদর্শন করেন ভারতীয় হাই কমিশনার।
বঙ্গবন্ধুর আত্মার শান্তি কামনা করে বিশেষ প্রার্থনা করেন তারা। শ্রদ্ধা নিবেদন শেষে হাই কমিশনার বঙ্গবন্ধুর সমাধি সৌধ ঘুরে দেখেন এবং বঙ্গবন্ধু ভবনে রক্ষিত মন্তব্য বইতে মন্তব্য লেখেন এবং স্বাক্ষর করেন।
স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ভারতীয় হাই কমিশনার রীভা গাঙ্গুলি দাশ বলেন, আমি এই মুজিব জন্ম শতবার্ষিকীতে বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানাতে পেরে নিজেকে ধন্য মনে করেছি।
এ সময় তিনি বলেন, আমি ছোট বেলায় বঙ্গবন্ধুর ভাষণ শুনেছি। এত বছর পর তার সমাধিতে শ্রদ্ধা জানাতে পেরে আমি সত্যিই নিজেকে খুব সম্মানিত মনে করেছি।
ভারতীয় হাই কমিশনার আরও বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার অসম্পূর্ণ কাজগুলো তার কন্যা শেখ হাসিনার হাত ধরে এগিয়ে যাচ্ছে।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ