• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

বরগুনায় কমিউনিটি পুলিশিং ডে উদযাপন

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২৬ অক্টোবর ২০১৯  

বরগুনা জেলা সদরসহ উপজেলা সদরে র‌্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ শনিবার কমিউনিটি পুলিশিং ডে উদযাপিত হয়।

 “পুলিশের সঙ্গে কাজ করি, মাদক-জঙ্গি-সন্ত্রাস মুক্ত দেশ গড়ি” এই প্রতিপাদ্য নিয়ে জেলা পুলিশ সুপার কার্যালয় থেকে একটি র‌্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

পুলিশ সুপার মারুফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য ও মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু।

বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ, সিভিল সার্জন ডা. হুমাউন শাহিন খান, প্রেসক্লাব সভাপতি চিত্ত রঞ্জন শীল।

অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন জেলা কমিউনিটি পুলিশিং-এর সভাপতি আ. মোতালেব মৃধা, সাধারণ সম্পাদক সুখ রঞ্জন শীল, সেক্টর কমান্ডার ফোরাম ৭১-এর সভাপতি আনোয়ার হোসেন মনোয়ার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আ. রশিদ প্রমুখ।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ