• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

বরিশালে করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন রোগীর মৃত্যু

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২৯ মার্চ ২০২০  

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন এক রোগীর মৃত্যু হয়েছে। রোববার (২৯ মার্চ) সকালে ৪৫ বছর বয়সী এ রোগীর মৃত্যু হয়। তার বাড়ি পটুয়াখালী জেলার সদর উপজেলার গোহানগাছিয়া গ্রামে।

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন জানান, পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রেফার করার পর শনিবার (২৮ মার্চ) বিকেলে এ রোগীকে স্বজনরা ভর্তি করে। এরপর এ রোগীকে প্রথমে মেডিসিন ইউনিটে এবং সেখান থেকে গত রাতেই করোনা ওয়ার্ডে স্থানান্তর করা হয়। রোববার সকাল ৭টা ২০ মিনিটে তার মৃত্যু হয়।

রোগীর শ্বশুর মুঠোফোনে জানান, মৃত রোগীর দীর্ঘদিন অ্যাজমাজনিত শ্বাসকষ্ট রোগে ভুগছিলেন।

শেবাচিমের পরিচালক জানান, এ রোগীর মৃত্যুর পর বিষয়টি আইইডিসিআরকে জানানো হয়েছে, তাদের নির্দেশনা অনুসারে মৃতদেহ সমাহিত করার ব্যবস্থা করা হবে।

এ রোগীকে করোনাসন্দেহে করোনা ওয়ার্ডে ভর্তি করা হয়েছিল।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ