• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

বরিশালে হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক বিতরণ

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২৩ মার্চ ২০২০  

করোনাভাইরাসের বিস্তার রোধে প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির  লক্ষ্যে পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম এমপির উদ্যোগে প্রচারণা চালানো হয়েছে। প্রতিমন্ত্রীর পক্ষে প্রচারণায় নেতৃত্ব দেন বরিশাল মহানগর আওয়ামী লীগ নেতা মাহমুদুল হক খান মামুন।

এ সময় বরিশাল জেলা ছাত্রলীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি জোবায়ের আব্দুল্লাহ জিন্নাহ ও পানিসম্পদ প্রতিমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা হাদিস মীর উপস্থিত ছিলেন। গতকাল রবিবার সকাল সাড়ে ১০টায় বরিশাল নগরের মহাত্মা অশ্বিনী কুমার টাউন হল থেকে প্রচার অভিযান শুরু হয়। এসময় একইসঙ্গে বরিশাল সিটি করপোরেশন ও বরিশাল সদর উপজেলার ১০ ইউনিয়নে মাইকের মাধ্যমে করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতামলক প্রচারাভিযান শুরু হয়।

প্রচারাভিযানে সাধারণ মানুষ, ব্যবসায়ী ও পথচারীদের মাঝে সচেতনতামূলক হ্যান্ডবিল, হ্যান্ড স্যানিটাইজার, মাক্স ও হ্যান্ড গ্লাভস বিতরণ করা হয়।

আওয়ামী লীগ নেতা মাহমুদুল হক খান মামুন বলেন, পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীমের পক্ষে করোনাভাইরাস প্রতিরোধে সাধারণ মানুষের মাঝে হ্যান্ড স্যানিটাইজার, মাক্স ও হ্যান্ড গ্লাভস বিতরণ করা হয়েছে। একইসঙ্গে সচেতনতা লিফলেটও বিতরণ করা হয়েছে।

পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম এমপি বলেন, করোনাভাইরাস নিয়ে সচেতনতা বৃদ্ধি করতেই প্রচারণা চালানো হচ্ছে। এ ভাইরাস নিয়ে আতঙ্কিত হওয়া যাবে না। বরং সবাইকে সচেতন হতে হবে। তাই সাধারণ  মানুষের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে তাদের মাঝে হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক ও হ্যান্ডস গ্লাভস বিরতণ করা হয়েছে। 

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ