• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

বশেমুরবিপ্রবির আন্দোলন স্থগিত

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১০ মার্চ ২০২০  

প্রশাসনের পক্ষ থেকে ইতিহাস বিভাগের অনুমোদনের আশ্বাসের পরিপ্রেক্ষিতে আগামী ১ এপ্রিল পর্যন্ত আন্দোলন স্থগিত করেছে গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) সংশ্লিষ্ট বিভাগের শিক্ষার্থীরা।

এর আগে সোমবারও দাবি আদায়ের লক্ষ্যে টানা কয়েকদিনের মতো বিশ্ববিদ্যালয়রে প্রশাসনিক ভবনের সামনে আমরণ অনশন কর্মসূচি পালন করে আসছিলেন ইতিহাস বিভাগের শিক্ষার্থীরা।
এক পর্যায়ে দুপুরে একাডেমিক ভবনে ভারপ্রাপ্ত ভিসি প্রফেসর ড. মো. শাহজাহান, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সভা চলাকালীন কক্ষের বাইরে থেকে তালা লাগিয়ে দেয় তারা। পরে দফায় দফায় আলোচনা শেষে প্রশাসনের আশ্বাসে প্রায় তিন ঘণ্টা পর তাদের মুক্ত করে দেয়া হয়।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ