• বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৮ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

বশেমুরবিপ্রবি`র শিক্ষার্থীদের পাশে শিক্ষকরা

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২১ এপ্রিল ২০২০  

করোনাভাইরাসের সংকটময় পরিস্থিতিতে অসচ্ছল শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) শিক্ষকরা। এক বিজ্ঞতিতে শিক্ষকরা এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিত সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের একটি উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী অস্বচ্ছল। করোনার কারণে এদের বেশিরভাগ পরিবার দুর্দিনের মধ্য দিয়ে অতিক্রম করছে। শিক্ষার্থীদের সহযোগিতার লক্ষ্যে জন্য একটি ফান্ড গঠন করার উদ্যোগ গ্রহণ করেছে সাধারণ শিক্ষকবৃন্দ। 

শিক্ষার্থীদের সহযোগিতায় বিষয়ে বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল হলের প্রাধ্যক্ষ মো. ফায়েকুজ্জামান মিয়া বলেন, আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের সহযোগিতার লক্ষ্যে গঠিত ফান্ডে বিভিন্ন বিভাগের বেশ কয়েকজন চেয়ারম্যান, বিভিন্ন হলের প্রভোস্ট ও সহকারী প্রভোস্টগণ এবং প্রক্টর ও সহকারী প্রক্টরগণসহ বিভিন্ন প্রশাসনিক ও একাডেমিক দায়িত্ব প্রাপ্ত শিক্ষকগণ তাদের দায়িত্বভাতার এক মাসের টাকা এই ফান্ডে প্রদান করার উৎসাহ দেখিয়েছেন।
বিশ্ববিদ্যালয় শিক্ষকরা আরও জানান, উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষক প্রধানমন্ত্রীর তহবিলে এক দিনের বেতনের সাথে শিক্ষার্থীদের সহায়তায় এক দিনের বেতন প্রদানের প্রত্যয় ব্যক্ত করেছেন। আমরা প্রয়োজন অনুযায়ী কোভিড-১৯ এ ক্রান্তিকালীন সময়ে বিপদগ্রস্ত শিক্ষার্থীদের তালিকা করে বিভাগের সাথে সমন্বয় করে সাহায্য পৌঁছানোর ব্যবস্থা নিব।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ