• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

বাঁশ বোঝাই ট্রাকে মিলল ২৫ কেজি গাঁজা, গ্রেফতার ২

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২০  

রংপুরে বাঁশ বোঝাই একটি কার্গো ট্রাক থেকে গাঁজার বড় চালান উদ্ধার করেছে র‌্যাব। এ ঘটনায় ট্রাকের চালক ও সহকারীকে গ্রেফতার করা হয়েছে। ওই দু'জন ট্রাক চালানোর পাশাপাশি সু-কৌশলে মাদকের চালান সরবরাহ করত।

আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‌্যাব-১৩ রংপুর এর অধিনায়ক কমান্ডার রেজা আহম্মেদ ফেরদৌস।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২২ এপ্রিল) রাতে রংপুর নগরীর মাহিগঞ্জ সাতমাথা মোড়ের সাঈদ বেকারির সামনে রংপুর টু লালমনিরহাটগামী মহাসড়কে অভিযান পরিচালনা করে র‌্যাব। এসময় বাঁশ বোঝাই একটি কর্গো ট্রাকে সু-কৌশলে রাখা ২৫ কেজি গাঁজা জব্দ করা হয়।

এ ঘটনায় ট্রাক চালকের সহকারী শহিদুল ইসলাম (৩২) ও চালক রানা বাবুকে (৩৪) গ্রেফতার করা হয়। তারা দু'জন গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বাসিন্দা। তাদের কাছ থেকে বাঁশ বোঝাই কার্গো ট্রাক, তিনটি মোবাইল ফোন, পাঁচটি সীম কার্ড, দুইটি মেমোরি কার্ড এবং মাদক বিক্রয়ের নগদ এক হাজার দুইশ' টাকা জব্দ করা হয়।

র‌্যাবের দাবি, গ্রেফতার শহিদুল ও রানা পেশাদার মাদক কারবারি। তারা গাইবান্ধার গোবিন্দগঞ্জ এলাকার মাদক সিন্ডিকেটের সক্রিয় সদস্য।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক চোরা চালান ও কারবারির কথা স্বীকার করেছেন। তারা দেশের উত্তরাঞ্চলের সীমান্ত এলাকা থেকে সু-কৌশলে বিভিন্ন পণ্য বোঝাই পরিবহন ও ট্রাকে করে মাদকের বড় চালান এনে বিভিন্ন জায়গায় বিক্রি করতেন। গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানানো হয়।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ