• মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ৫ ১৪৩০

  • || ০৮ রমজান ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

বাংলা ভাষার জন্যই আমরা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেয়েছি

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি ২০২১  

বাঙালি জাতীয়তাবাদের নেতা হিসেবে বঙ্গবন্ধুই প্রথম পুরুষ যিনি মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠার আন্দোলন করেছেন। আর ভাষা আন্দোলনে নেতৃত্ব দেয়ার মধ্য দিয়ে তিনি স্বাধীনতা আন্দোলনের গুরুত্ব বুঝতে পেরেছিলেন। একইসঙ্গে বাঙালি জাতীয়তাবাদী চেতনাকে জাতিসত্ত্বায় রূপান্তরিত করে তিনিই একটি স্বাধীন, সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠিত করেছেন। তাই বলতে পারি- বাংলা ভাষার জন্যই আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি।’

শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে 'ভাষা আন্দোলনের পথ ধরেই এসেছে আমাদের স্বাধীনতা' শীর্ষক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বঙ্গবন্ধু পরিষদ এ সভার আয়োজন করে।

পরিষদের নেতৃবৃন্দ বলেন, আমরা কোনো ক্ষমতার মোহে বা ক্ষমতার লোভে এ সংগঠনে আসিনি। যারা পরভোজী, হাইব্রিড তারা বিভিন্ন সরকারের সময়ই সুযোগ-সুবিধা নেবে, এটা সরকারের বিষয়। আমরা বঙ্গবন্ধু পরিষদ একটি অরাজনৈতিক ও আদর্শিক সংগঠন। আমরা বঙ্গবন্ধুর আদর্শ প্রচার করি। আদর্শ প্রচারের মাধ্যমে দেশের বুদ্ধিজীবীদের একত্রিত করে সমাজ সচেতনতা সৃষ্টি করাই আমাদের মূল উদ্দেশ্য। আর এটিই আমাদের আদর্শ।

বীরবিক্রম মাহবুব উদ্দিন আহমেদের সভাপতিত্বে সভায় ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. হাবিবুর রহমান, ডা. শেখ আব্দুল্লাহ আল মামুন, রেহান সোবহান, ড. লিয়াকত হোসেন মোড়ল ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কুদ্দুস আফ্রাদসহ প্রমুখ বক্তব্য দেন।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ