• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

বাংলাদেশে আবাসিক মিশন চালু করবে গ্রিস

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০২১  

বাংলাদেশে আবাসিক মিশন চালু করতে আগ্রহী গ্রিস। এ ব্যাপারে দ্রতই প্রয়োজনীয় পদক্ষেপ নেবে দেশটি। মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে পরিচয়পত্র পেশকালে এ কথা বলেন গ্রিসের নব-নিযুক্ত অনাবাসিক রাষ্ট্রদূত দিনোইসিওস কিভেতোস।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেন, বাংলাদেশ এবং গ্রিসের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। এ সম্ভাবনাকে কাজে লাগাতে ঢাকায় গ্রিসের আবাসিক মিশন চালু করা খুবই গুরুত্বপূর্ণ।

এসময় তিনি আশা প্রকাশ করে বলেন, বাংলাদেশে আবাসিক মিশন চালুর বিষয়ে একটি ইতিবাচক পদক্ষেপ নেবে গ্রিস।

রাষ্ট্রদূত বলেন, তার দেশ বাংলাদেশে আবাসিক মিশন চালু করার ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

এছাড়া গ্রিসের রাষ্ট্রদূত কোভিড-১৯ মহামারি মোকাবেলায় সময় উপযোগী পদক্ষেপ গ্রহণের জন্য বাংলাদেশ সরকারের প্রশংসা করেন।

রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশের মানুষ প্রাচীন গ্রিক সভ্যতা, ঐতিহ্য ও সংস্কৃতির ব্যাপারে জানতে অনেক আগ্রহী।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ