• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

বাংলাদেশের বিশ্বকাপ বাছাই অক্টোবরে

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ৬ জুন ২০২০  

করোনার ধাক্কা সামলে ধীরে ধীরে সচল হতে শুরু করেছে বিশ্ব ক্রীড়াঙ্গন। বিভিন্ন দেশের ফুটবল লিগ ফেরার পাশাপাশি এবার ফিরছে ২০২২ সালের কাতার বিশ্বকাপ ও ২০২৩ এশিয়ান কাপের বাছাই পর্ব। সবকিছু ঠিক থাকলে আগামী অক্টোবরে বিশ্বকাপ বাছাই শুরু হতে পারে বলে জানিয়েছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)।    

নভেল করোনাভাইরাসের প্রকোপে গত মার্চ থেকে থেমে যায় ক্রীড়াঙ্গন। তখনই বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাই স্থগিত করেছিল ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। দীর্ঘ বিরতির পর ধীরে ধীরে দর্শকশূন্য স্টেডিয়ামে বিভিন্ন দেশের লিগ শুরু হচ্ছে। এবার সেই পথ ধরে ফিরছে বাংলাদেশের বিশ্বকাপ বাছাই।

গতকাল শুক্রবার নিজেদের ওয়েবসাইটে অক্টোবরে বাছাইয়ের ম্যাচগুলো আবার শুরুর প্রস্তাবিত তারিখ জানিয়েছে এএফসি।

এএফসির ওয়েবসাইটে মূলত চারটি ম্যাচের সময় জানানো হয়েছে। প্রথম দুটি হোল আগামী ৮ ও ১৩ অক্টোবর, আর শেষের দুটি হলো ১২ ও ১৭ নভেম্বরে। ম্যাচগুলো গত মার্চ ও চলতি জুনে হওয়ার কথা ছিল।

বিবৃতিতে আরও বলা হয়েছে খেলোয়াড়, অফিসিয়াল, সমর্থক, স্টেকহোল্ডারদের নিরাপত্তার বিষয়গুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে এএফসি। কিন্তু পরিস্থিতি বিবেচনায় সংশ্লিষ্ট দেশগুলোকে ম্যাচ সূচি পরিবর্তনের প্রয়োজন হলে সেই বিষয়ও জানাবে তারা।

বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় রাউন্ডে এখন পর্যন্ত চার ম্যাচ খেলেছে বাংলাদেশ। তিন হার ও এক ড্রয়ে ১ পয়েন্ট নিয়ে তলানিতে রয়েছে জেমি ডের দল। বাংলাদেশের গ্রুপে চার ম্যাচে তিন জয় ও এক ড্র নিয়ে সবার উপরে আছে কাতার। গত নভেম্বরে সব শেষ ওমানের বিপক্ষে খেলেছিল বাংলাদেশ! মাসকাটে অনুষ্ঠিত ম্যাচটিতে ৪–১ গোলে হেরেছিলেন জামাল ভুঁইয়ারা।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ