• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

বাগেরহাটে করোনা সুরক্ষা সরঞ্জাম বিতরণ ছাত্রলীগের

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২৮ মার্চ ২০২০  

বাগেরহাটে বিভিন্ন প্রতিষ্ঠানে বিনামূল্যে করোনা সুরক্ষার সরঞ্জাম বিতরণ করছে জেলা ছাত্রলীগ। সংগঠনটির নেতাকর্মীরা জেলার বিভিন্ন দপ্তরে করোনা প্রতিরোধের জন্য হ্যান্ড সেনিটাইজার, মাস্ক ও সচেতনতার জন্য লিফলেট বিতরণ করছে।

শনিবার (২৮ মার্চ)  দুপুরে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো), বাগেরেহাটের সহকারী প্রকৌশলী সাইদুর রহমানের হাতে হ্যান্ড সেনিটাইজার, মাস্ক ও লিফলেট তুলে দেয়ার মাধ্যেমে এ কার্যক্রম শুরু করেন তারা।

এ সময় বাগেরহাট জেলা ছাত্রলীগের সভাপতি মো. মনির হোসেন, সাধারণ সম্পাদক নাহিয়ান আল সুলতান ওশান, দপ্তর সম্পাদক ফয়সাল হোসেন, আবু তাহেরসহ জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পরে বাগেরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বাকি তালুকদারের হাতে সাংবাদিকদের জন্য হ্যান্ড সেনিটাইজার, মাস্ক ও লিফলেট তুলেদেন ছাত্রলীগ নেতারা। 

এরপরে জেলা পুলিশ সুপারের কার্যালয়, কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন সরকারি বেসরকারি সেবাধর্মী প্রতিষ্ঠানে ছাত্রলীগের পক্ষ থেকে হ্যান্ড সেনিটাইজার, মাস্ক ও লিফলেট বিতরণ করা হয়।

জেলা ছাত্রলীগের সভাপতি মো. মনির হোসেন বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে বাগেরহাট জেলা ছাত্রলীগ নেতাকর্মীদের নিয়ে জেলার সেবাধর্মী বিভিন্ন প্রতিষ্ঠানে নিজেদের তৈরি ১ হাজার হ্যান্ড সেনিটাইজার, ৩ হাজার মাস্ক ও ৫ হাজার লিফলেট বিতরণ করা হয়েছে।  আমাদের মতো প্রত্যেকটি সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও বিত্তবানরা মানুষের পাশে দাঁড়াবেন  এবং দেশকে সুরক্ষার জন্য সহযোগিতা করবেন বলে আশা করি। 

যেকোন পরিস্থিতে ছাত্রলীগের নেতাকর্মীরা দেশ ও দেশের মানুষের পাশে থাকবে বলে আশাব্যক্ত করেন তিনি।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ