• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

বাজারে আসছে স্যামসাং এম৩০এস

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১ ডিসেম্বর ২০১৯  

স্যামসাং বাংলাদেশ দেশের বাজারে নিয়ে আসতে যাচ্ছে নতুন স্মার্টফোন- গ্যালাক্সি এম৩০এস। ডিভাইসটি ইতিমধ্যে ভারতের বাজারে নিয়ে এসেছে স্যামসাং। বাংলাদেশের বাজারেও শিগগির উন্মোচন করা হবে বলে জানা গেছে।    

সার্বিকভাবে দ্রুতগতি সম্পন্ন, দীর্ঘমেয়াদী ব্যাটারি, অভিনব ফিচারে ভরপুর স্যামসাংয়ের এম সিরিজের ডিভাইসগুলো। স্যামসাং গ্যালাক্সি এম৩০এস ডিভাইসটিও এর ব্যতিক্রম নয়। নতুন ফোনটির বৈশিষ্ট্য হচ্ছে, এতে থাকছে ৬ হাজার মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারি সুবিধা। অন্যান্য আর্কষণীয় ফিচারগুলো হচ্ছে-

ডিসপ্লে: ফোনটিতে ৬.৪ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। যার রেজ্যুলেশন ১০৮০ বাই ২৪০০ পিক্সেল।

ক্যামেরা: ডিভাইসটি রয়েছে ৪৮ মেগাপিক্সেলের মেইন সেন্সর, ৮ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড ক্যামেরা ও ৫ মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। সেলফির জন্য এই ফোনে রয়েছে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

প্রসেসর: ডিভাইসটিতে এক্সিনোস ৯৬১১ অক্টাকোর প্রসেসর রয়েছে। যা দুর্দান্ত গেমিং পারফরম্যান্স দিতে সহায়তা করবে। অ্যান্ড্রয়েড ৯ পাই সংস্করণে চলবে ফোনটি।    

র‌্যাম: ডিভাইসটিতে রয়েছে ৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি রম বা স্টোরেজ। 

ব্যাটারি: ডিভাইসটিতে রয়েছে ৬ হাজার মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি। দ্রুত গতিতে চার্জের জন্য থাকছে ১৫ ওয়াটের ফাস্ট চার্জিং।

বাজারে অবমুক্ত হওয়া গ্যালাক্সি এম সিরিজের ডিভাইসগুলো ইতিমধ্যে প্রযুক্তিপ্রেমীদের কাছে ব্যাপক সমাদৃত হয়েছে। এরই ধারাবাহিকতায় আসন্ন গ্যালাক্সি এম৩০এস স্মার্টফোনটিও বাজারে আধিপত্য ধরে রাখবে বলে আশা করছে স্যামসাং কর্তৃপক্ষ।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ