• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

বাতিল অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড সিরিজের বাকি দুই ম্যাচ

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১৪ মার্চ ২০২০  

করোনার সংক্রমণ ঠেকাতে নিউজিল্যান্ড সীমান্তে কড়াকড়ি আরোপ করতে যাচ্ছে দেশটির সরকার। এ খবরে দেশে ফেরার জটিলতা এড়াতে অস্ট্রেলিয়ায় ওয়ানডে সিরিজের বাকি দুটি ম্যাচ বাতিল করেছে নিউজিল্যান্ড ক্রিকেট। এমনকি এ মাসে নিউজিল্যান্ডে অস্ট্রেলিয়ার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও হচ্ছে না।

রবিবার সিডনিতে, আর শুক্রবার হোবার্টে শেষ দুটি ওয়ানডে হওয়ার কথা ছিল। সিডনিতে গতকাল শুক্রবার প্রথম ম্যাচে ৭১ রানে নিউজিল্যান্ডকে হারায় অস্ট্রেলিয়া। ওই ম্যাচ শেষেই গলা ব্যথা নিয়ে ২৪ ঘণ্টার আইসোলেশনে যান কিউই ফাস্ট বোলার লকি ফার্গুসন। করোনাভাইরাসের টেস্ট করানো হয়েছে তার। এই ম্যাচের আগে অস্ট্রেলিয়ার পেসার কেন রিচার্ডসন করোনার আশঙ্কায় কোয়ারেন্টাইনে ছিলেন। যদিও তার টেস্ট ফলাফল নেগেটিভ আসে।

এতসব শঙ্কার পরও রুদ্ধদ্বার স্টেডিয়ামে বাকি দুই ম্যাচ আয়োজনে অনড় ছিল ক্রিকেট অস্ট্রেলিয়া। কিন্তু নিউজিল্যান্ড সরকার শুক্রবার বিকেলে সীমান্তে কড়াকড়ি আরোপের কঠোর সিদ্ধান্ত জানায়। তাই চটজলদি সিরিজ বাতিলের ঘোষণা দিয়ে শনিবার দেশে ফিরছেন কেন উইলিয়ামসনরা।

অস্ট্রেলিয়াসহ বেশ কয়েকটি দেশ থেকে আসা ব্যক্তিদের ১৪ দিন স্বেচ্ছা কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছে নিউজিল্যান্ড সরকার। তাতে উইলিয়ামসনদেরও যেতে হচ্ছে রোগ-অন্তরীণ অবস্থায়। ২৪ মার্চ ডুনেডিনে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি সিরিজ তাই বাতিল হওয়াই স্বাভাবিক। অবশ্য পরিস্থিতি স্বাভাবিক হলে পরে কোনও এক সময় সিরিজটি আয়োজনের আশ্বাস দিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ