• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

বাসায় আরামে কাজ করার ডিভাইস আনলো জুম

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ৩১ জুলাই ২০২০  

করোনাভাইরাসের কারণে বিশ্বজুড়ে বাসায় বসে কাজ করার সুযোগ বেড়েছে। এর ফলে যেমন সুবিধা হয়েছে, তেমনি ডিভাইস বা ইন্টারনেট জনিত সমস্যাও বেড়েছে। বিষয়টি মাথায় রেখে নতুন ডিভাইস বাজারে এনেছে জুম ও ডিটিইএন কোম্পানি।

২৭ ইঞ্চির ডিভাইসটির নাম দেয়া হয়েছে ‘জুম ফর হোম’। টাচ স্ক্রিন ডিভাইসটিতে ‌আছে ৩টি এইচডি রেজুলেশনের ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা ও ৮টি মাইক্রোফোন। এতে ভালো রেজুলেশনে ভিডিও চ্যাট, মিটিংয়ে পাদটীকা যুক্ত ও স্ক্রিন শেয়ারিংয়ের সুযোগ থাকবে।

আগামী মাস থেকে ডিভাইসটি বাজারে পাওয়া যাবে। বাজারে আসার পর জুম ফর হোমকে পাল্লা দিতে হবে গুগলের নেস্ট হাব, ফেসবুকের পোর্টাল ও অ্যামাজনের ইকো শো ডিভাইসের সঙ্গে। যা খুবই কঠিন বলেন মনে করছেন প্রযুক্তি বিশ্লেষকরা। যদিও বর্তমান সময়ে জুমের জনপ্রিয়তা বেড়েছে।

জুমের সিইও এরিক ইউয়ান বলেন, বাসা থেকে কাজ করার সুবিধার্থে হার্ডওয়্যার আনার সিদ্ধান্ত নিয়েছি আমরা। প্রথাগত চিন্তার বাইরে গিয়ে ডিভাইসটি তৈরির জন্য জুমের কর্মীদের নিয়ে আমি গর্বিত।

জুম অ্যাকাউন্ট থাকলেই ডিভাইসটি ব্যবহার করা যাবে। ফোনের সঙ্গেও ডিভাইসটি সিঙ্ক করা যাবে। জুম ফর হোমের দাম ধরা হয়েছে ৫৯৯ ডলার; বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৫০ হাজার টাকা।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ